Tech Express - টেক এক্সপ্রেস
AI

৫ অক্টোবর নতুন ইভেন্ট নিয়ে আসছে গুগল

টেক এক্সপ্রেস ডেস্ক:
এ মাসেই এলো অ্যাপলের আইফোন ১৩ সিরিজ। প্রযুক্তিপ্রেমীদের উত্তেজনা কমে আসার আগেই জানা যাচ্ছে, আগামী মাসের ৫ তারিখেই হতে যাচ্ছে আরেক টেক জায়ান্ট গুগলের ইভেন্ট।

এবার সবার দৃষ্টি থাকবে পিক্সেল ৬ সিরিজের ওপর। শুধু যে পিক্সেলই থাকবে তা নয়, এই ইভেন্টে নেস্ট, ট্রাভেল, ম্যাপের মতো নানা প্রডাক্টের আপডেটের ঘোষণাও দিতে পারে গুগল। প্রযুক্তি ওয়েবসাইট সিনেটের এক নিবন্ধে ভুল করে এই তথ্যগুলো প্রকাশ পায়। সেটি ডিলিট করার আগেই জানা গেছে, ৫ অক্টোবর সেই ইভেন্টে নতুন স্মার্ট স্পিকার ও সুরক্ষা ডিভাইস আনার ঘোষণা দিতে পারে গুগল।

নিবন্ধ সূত্রে আরো জানা গেছে, পিক্সেল ৬ সিরিজের বিক্রি ২৮ অক্টোবর শুরু হতে পারে। ফোনগুলোতে সেগুলোর পূর্বসূরিদের চেয়ে বড় ক্যামেরা মডিউল থাকছে। এ ছাড়া পিক্সেল ৬ ইভেন্টে গুগল তাদের প্রথম ভাঁজযোগ্য স্মার্টফোন আনারও ঘোষণা করতে পারে।

webadmin

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.