Connect with us

Videos

টেক এক্সপ্রেস এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত । JTV News

Published

on

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Automobile

রেল লাইনে চালানো যাবে এই সাইকেল (ভিডিওসহ)

Published

on

নিউজ ডেস্ক:
ফাঁকা রেল লাইনের উপর দিয়ে চলতে পারে এমন একটি সাইকেল উদ্ভাবন করেছেন ভারতীয় রেলওয়ের সিভিল ইঞ্জিনিয়ার পঙ্গক সইন। এই সাইকেল রেলওয়ে ট্র্যাকের মেরামতের কাজে এবং ভারী রেল গাড়িগুলোকে টানতে কাজে লাগবে। এটি তৈরি করতে খরচ হয়েছে ৫০০০ রুপি।

সম্প্রতি অদ্ভুত এই সাইকেলটির ভিডিও টুইটারে ভাইরাল হয়। ভিডিওটি পোস্ট করেছিলেন মাহিন্দ্রা গ্রুপের সিইও আনন্দ মাহিন্দ্রা। আনন্দ প্রায় সময়েই এই ধরনের অদ্ভুত জিনিসের খোঁজ করতে থাকেন এবং তার ব্যাপারে অন্যদের জানান। এবারও তার অন্যথা হয়নি। তিনি তার পোস্টে জানিয়েছেন, একজন ভারতীয় এই অদ্ভুত সাইকেল তৈরি করেছে যা ট্রেনের ট্র্যাকে চলতে সক্ষম।

সাইকেলটির উদ্ভাবক পঙ্কজ জানান, রেলওয়ে ট্র্যাকের মেরামতেরর কাজে যে সব শ্রমিক রয়েছেন, তাদের কাজে সুবিধা হয়। এই সাইকেলের ওজন মাত্র ২০ কিলোগ্রাম এবং হতে করে তুলে এই সাইকেল রেলওয়ে লাইনে বসিয়ে দেওয়া যাবে। এরপর এই সাইকেল চালিয়ে খুব সহজে মেরামতির জায়গায় চলে যাওয়া যাবে।

সাইকেলের সাইডে সাপোর্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে লোহার পাইপ এবং রেলগাড়ির পুরনো চাকা। ফ্রন্ট হুইল এক্সটেনশন এই সাইকেলকে রেলের লাইনে সোজা চলতে সাহায্য করবে, এবং পিছনের চাকার এক্সটেনশন সাইকেলের ব্যালেন্স ধরে রাখবে।

এই সাইকেল ১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে চলতে পারে এবং একসাথে ২ জন এই সাইকেলের মাধ্যমে যেতে পারবে।

Continue Reading

Highlights

৬ বছর আগে মৃত সন্তানের সাথে মায়ের সাক্ষাৎ করালো প্রযুক্তি, বিশ্বজুড়ে হইচই (ভিডিও)

Published

on

নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিবিদরা ৬ বছর আগে মারা যাওয়া এক মেয়েকে ভার্চুয়াল বাস্তবাতায় মায়ের সঙ্গে সাক্ষাৎ করিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছেন। মেয়ের সঙ্গে ওই মায়ের কথোপথোন ও আদর করার হৃদয়বিদারক ভিডিও অনলাইনে প্রকাশের পর হইচই শুরু হয়েছে। খবর সৌদি ভিত্তিক সংবাদমাধ্যম আরবনিউজের।

তবে এই ঘটনাকে মানুষের আবেগ আর বিশ্বাস নিয়ে প্রতারণা হিসেবে দেখছেন সমালোচকরা। সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশের পর দক্ষিণ কোরিয়ার বহু মানুষ এ ধরণের রিয়েলিটির বিরোধিতা করছেন।

আরবনিউজের খবরে বলা হয়, ২০১৬ সালে লিউকোমিয়ায় মারা যান ছোট্ট শিশু না-ইয়ন। সেই শিশুটিকে ভার্চুয়াল বাস্তবাতায় মায়ের সামনে আনা হয়। মা ঝাং জি সাং মেয়ের সঙ্গে কথা বলেন। মেয়েকে ছুঁয়ে আদর করেন। এসময় মৃত মেয়েকে পেয়ে অঝোরে কাঁদতে থাকেন ঝাং জি।

তবে ঝাং জি কাঁদলেও বাস্তবে আসেনি তার মেয়ে। ঝাং জি এর হাতে স্পর্শকাতর গ্লাভস ও চোখে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) বক্স লাগানো হয়। এর মাধ্যমে তিনি ভার্চুয়ালি মেয়েকে দেখতে পান, কথা বলেন এবং সেন্সরের মাধ্যমে মেয়েকে ছুঁয়ে আদর করেন।

প্রযুক্তিবিদরা প্রথমে না-ইয়ান এর ছবি নিয়ে তার মতো এনিমেশন তৈরি করেন। পরে সেই এনিমেশনকে সংযুক্ত করা হয় ভিআর বক্স ও সেন্সর হ্যান্ড গ্লাভসে।

দক্ষিণ কোরিয়ার একটি টেলিভিশন এই ভার্চুয়াল রিয়েলিটির ভিডিও প্রচার করে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গ্রিন স্ক্রিন কক্ষে মা ঝাং জি ভিআর বক্স ও গ্লাভস পরে মেয়েকে ডাকছেন। এসময় তিনি ভার্চুয়ালি দেখতে পান, মায়ের ডাক শুনে তার মৃত মেয়ে কয়েকটি পাথরের টুকরোর পাশ থেকে দৌড়ে তার দিকে ছুটে আসে।

এ সময় মেয়েটি বলে, ‘মা, তুমি কোথায় ছিল? তোমাকে আমার খুব মনে পড়ে। আমাকে তোমার মনে পড়ে?’

উত্তর দেয়ার আগেই বাস্তবে কেঁদে ফেলেন মা। কাঁদতে কাঁদতে বলেন, তোমাকে আমার খুব মনে পড়ে। এসময় মা তার মেয়েকে ছুঁয়ে আদর করেন।

মা-মেয়ে এমন ভার্চুয়াল মিলনের সময় হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। উপস্থিত অন্যান্য প্রযুক্তিবিদরাও কাঁদতে থাকেন।

ভিডিওটি দেখুন:

Continue Reading

Trending