Connect with us

Tech News

মন্ত্রীর মৃত্যু নিয়ে নেতিবাচক স্ট্যাটাস, ইমাম বরখাস্ত

Published

on

নিউজ ডেস্ক:
কুষ্টিয়ার খোকসায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ’র মৃত্যু নিয়ে ফেসবুকে মন্তব্য করায় হাফেজ বিল্লাল হোসেন নামের এক মসজিদের ইমামকে বরখাস্ত করা হয়েছে। সেইসাথে থানায় নিয়ে মুচলেকা নেওয়া হয়েছে।

সোমবার বিকেলে হাফেজ বিল্লাল হোসেনকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেন ঐ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুন্সী আরিফুল ইসলাম। হাফেজ বিল্লাল হোসেন খোকসা উপজেলার কমলাপুর মোল্লাপাড়া জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।

মুন্সী আরিফুল ইসলাম জানান, দু’জন মন্ত্রীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ইমাম সাহেব। পরে কে বা কারা সেটি থানায় জানালে ওসি সাহেব তাকে সতর্ক করে দেন। বিষয়টি মসজিদ কমিটির উপর ছেড়ে দেন। তারপর সবকিছু বিচার-বিশ্লেষণ করে তাকে বরখাস্ত করা হয়েছে।

দুই মন্ত্রীর মৃত্যু নিয়ে হাফেজ বিল্লাল হোসেনের দেয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- “কালের বিবর্তনে কি না হয়? উইকেটের পতন শুরু হয়ে গেছে। গতকাল একই দিনে দুই মন্ত্রীর বিদায়। একজন সাবেক আরেকজন চলমান। নাসিমের পরেই ধর্ম প্রতিমন্ত্রীর ইন্তেকাল।”

স্ট্যাটাসটির ব্যপারে জানতে চাইলে হাফেজ বিল্লাল হোসেন বলেন, আমি তাদের নিয়ে কটুক্তি করেছি- এমন কিন্তু পোস্টটি বলে না। এটি আমার বিরুদ্ধে একটি মহলের চক্রান্ত। এ ব্যপারে আমাকে থানায় ডাকা হয়। থানা থেকে আমাকে গালিগালাজ করে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

এ ব্যাপারে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল আলম জানান, আমরা তাকে (ইমাম) থানায় ডেকে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি, যাতে এ ধরনের কাজ ভবিষ্যতে না করে। আর চাকরিচ্যুতির ব্যাপারে আমি কিছু জানি না। এটা মসজিদ কমিটির ব্যাপার।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Tech News

মেসেজ এডিটিং ফিচার আনছে স্ন্যাপচ্যাট

Published

on

টেক এক্সপ্রেস ডেস্ক:
এডিট মেসেজ ফিচার যোগ করার পরিকল্পনা করছে স্ন্যাপের মালিকানাধীন শর্ট ভিডিও মেসেজিং প্লাটফর্ম স্ন্যাপচ্যাট। এর ফলে ব্যবহারকারীরা মেসেজের বানান ও ভুল সংশোধন করতে পারবেন। এরইমধ্যে অন্যান্য সোশ্যাল মিডিয়া ও মেসেজিং প্লাটফর্মে এমন এডিটিং ফিচার চালু হয়েছে। স্ন্যাপচ্যাট এবার এ ফিচার চালু করছে। খবর টেকটাইমস।

স্ন্যাপচ্যাট জানিয়েছে, নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা মেসেজ পাঠানোর পাঁচ মিনিটের মধ্যে মেসেজটি এডিট করতে পারবেন। ফিচারটি ব্যবহারকারীদের মধ্যে ভুল বোঝাবুঝি রোধ করতে সাহায্য করবে বলে মনে করছে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে মেসেজ এডিটিং ফিচারটি শুধু স্ন্যাপচ্যাট প্লাস গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যারা অ্যাপটির প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করছেন তারাই এডিটিং ফিচারটি ব্যবহার করতে পারবেন।

তবে ফ্রি ব্যবহারকারীদের জন্য ফিচারটি কবে নাগাদ চালু হবে এ বিষয়ে এখনো কিছু জানায়নি স্ন্যাপচ্যাট। মূলত স্ন্যাপচ্যাট ২৪ ঘণ্টা মেয়াদোত্তীর্ণ স্টোরি ও পার্সোনাল মেসেজের মতো ফিচারের জন্য পরিচিত। সম্প্রতি স্ন্যাপচ্যাট জেনারেটিভ এআইনির্ভর নতুন ফিচারও যোগ করেছে। এর মধ্যে রয়েছে ড্রিমস নামের একটি এআই সেলফি এডিটিং টুল এবং চ্যাটজিপিটিনির্ভও একটি এআই অ্যাসিস্ট্যান্ট।

এ ছাড়া এআইনির্ভর বিজ্ঞাপন তৈরিতে মাইক্রোসফটের সঙ্গেও অংশীদারত্ব করেছে প্রতিষ্ঠানটি। এতে স্ন্যাপচ্যাটের আয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে প্রথম প্রান্তিকে। সক্রিয় মাসিক ব্যবহারকারীর দিক থেকে নতুন রেকর্ড করছে অ্যাপটি। বর্তমানে স্ন্যাপচ্যাটের ৭৫ কোটির বেশি মাসিক ব্যবহারকারী রয়েছে।

Continue Reading

Highlights

রিয়েলফিল ক্যামেরা ফিচারের পরিধি বাড়াবে গুগল

Published

on

google

টেক এক্সপ্রেস ডেস্ক:
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) নতুন ফটোগ্রাফি ফিচার চালু করতে কাজ করছে গুগল। নতুন এ ফিচার বা প্রযুক্তির উন্নয়নে কর্নেল ইউনিভার্সিটির গবেষকদের সঙ্গে কাজ করেছে কোম্পানিটি। এটি ব্যবহারকারীদের ছবির রেজল্যুশন বাড়ানোর পাশাপাশি এডিটিংয়ে সহায়তা করবে। খবর গিজচায়না।

পাঁচটি রেফারেন্সের পরিপ্রেক্ষিতে গুগলের নতুন ফিচারটি কাজ করবে বলে জানা গেছে। অফিশিয়াল বিবৃতির তথ্যানুযায়ী, রিয়েলফিল ডাউনলোড করা যাবে না-এমন এআই সফটওয়্যারে আঁকা ছবি নিয়ে কাজের সুবিধা দেবে। এ ছাড়া অনলাইনেও অনুরূপ সুবিধা থাকবে, যেটি ব্যবহার করে জেনারেটিভ মডেল তৈরি করা যাবে। মূলত ফিচারটি ব্যবহারকারীদের যেকোনো ছবি সহজে সম্পাদনার সুযোগ দেবে।

একটি গবেষণাপত্রের সূত্র ধরে রিয়েলফিলের এ প্রযুক্তির উন্নয়ন করা হয়েছে। গবেষণাপত্রটির শিরোনাম রেফারেন্স ড্রাইভেন জেনারেশন ফর অথেনটিক ইমেজ কমপ্লিশন। এখানে একাধিক রেফারেন্স থেকে কীভাবে মূল ছবি এডিট করা হয় সে বিষয়ে বিস্তারিত থাকবে। গুগলের দাবি রেফারেন্সে থাকা ছবি ব্যবহার করে ফিচারটি অন্য অ্যাপের তুলনায় ভালোভাবে কাজ করতে পারে।

প্রযুক্তিবিদদের মতে, এআইনির্ভর ফটোগ্রাফি টুল হিসেবে রিয়েলফিল আকর্ষণীয় হলেও এর সীমাবদ্ধতা রয়েছে। বর্তমানে প্রচলিত বেশকিছু ইমেজ জেনারেশন মডেলের তুলনায় এটি ধীরগতির। পিক্সেল স্মার্টফোন লাইনআপে নাইট সাইট মোডের মতো অ্যাডভান্সড কম্পিউট্যাশনাল ফটোগ্রাফি ফিচার যুক্ত করেছে গুগল।

সংশ্লিষ্টদের ধারণা, ভবিষ্যতে পিক্সেল ডিভাইস বা গুগল ফটোজ অ্যাপে চারটি যুক্ত করা হবে। যদি এটি যুক্ত হয় তখন ব্যবহারকারীরা এআই প্রযুক্তির সহায়তায় সহজে ছবি সম্পাদনা করতে পারবেন।

Continue Reading

Highlights

HM Salim Run 10K 2024 in Dhaka Witnesses Pearl IT as One of the Proud Sponsors

Published

on

HM Salim 10K Run

In a remarkable display of community engagement and sporting fervor, the HM Salim Run 10K 2024, held in the bustling city of Dhaka, saw resounding success with the generous support of various sponsors, among which was the esteemed technological entity, Pearl IT.

The event, organized by the Pinnacle Sports Association, unfolded in the heart of Dhaka, attracting a multitude of passionate runners and enthusiasts eager to participate in this dynamic marathon. With the overarching theme of promoting fitness and a healthy lifestyle, the HM Salim Run 10K brought together individuals from diverse backgrounds and age groups, showcasing a unified spirit of athleticism.

Pearl IT, renowned for its innovative technological solutions, proudly stood as one of the event’s sponsors, emphasizing its commitment to fostering a culture of physical activity and community involvement. Their support for such initiatives underscores the company’s dedication to promoting not just technological advancement but also the holistic well-being of society.

The marathon witnessed exceptional performances from participants like Muktadir Ahmed and Sumaiya Akhtar, who emerged victorious in their respective categories, showcasing exceptional endurance and determination.

The presence of Pearl IT as one of the sponsors of the HM Salim Run 10K 2024 further amplifies the significance of corporate involvement in promoting sports and physical fitness as essential elements for a thriving and healthy community.

The event’s success owes much to the collective support from organizations like Pearl IT, highlighting their recognition of the pivotal role such initiatives play in fostering unity, promoting healthy living, and encouraging community engagement.

The HM Salim Run 10K 2024, with Pearl IT’s commendable sponsorship, marks yet another milestone in the city’s vibrant sports culture, inspiring individuals to embrace an active lifestyle and reinforcing the belief that corporate entities, like Pearl IT, are integral in promoting such noble endeavors for the betterment of society.

HM Salim 10K Run

 

See More Photo Of HM Salim Run 10K 2024

Continue Reading

Trending