Computer

বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি অ্যাপল

Published

on

নিজস্ব প্রতিবেদক:
সৌদির আররামকো-কে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তালিকায় শীর্ষ স্থান দখল করেছে অ্যাপল।

শুক্রবার আর্থিক প্রতিবেদনে অ্যাপল জানায়, তৃতীয় প্রান্তিকে তাদের আয় ছিলো ৫৭.৭ বিলিয়ন ডলার (৫ হাজার ৭৭০ কোটি ডলার)। এ তথ্য ছড়ানোর পরই কয়েক ঘণ্টার মধ্যে শেয়ার বাজারে তাদের শেয়ারের মূল্য ৭ শতাংশ বৃদ্ধি পায়।

এদিনই প্রথমবারের মতো অ্যাপলের একেকটি শেয়ার ৪২৫ ডলারে (৩৫ হাজার ৭০০ ডলার) বিক্রি হয়। এতে মূলধন বাড়লে সৌদিআরবের সরকারি তেল কোম্পানি সৌদি আররামকোকে টপকে যায় অ্যাপল। বর্তমানে অ্যাপলের মূলধন ১.৮৪ ট্রিলিয়ন ডলার (১ লাখ ৮৪ হাজার কোটি ডলার)। যেখানে আরামকোর মূলধন ১.৭৫৯ ট্রিলিয়ন ডলার (১ লাখ ১৭ হাজার ৫৯০ কোটি ডলার)।

গত বছরের একই প্রান্তিকের চেয়ে অ্যাপলের আয় বেড়েছে ১১ শতাংশ বেশি। আইফোন থেকে অ্যাপলের আয় হয় ২৬.৪ বিলিয়ন ডলার (২ হাজার ৬৪০ কোটি ডলার)। সেবা খাত থেকে তাদের আয় ছিলো ১৩.১ বিলিয়ন ডলার (১ হাজার ৩১০ কোটি ডলার)। ওয়্যারেবল থেকে তাদের আয় হয় ৬.৪ বিলিয়ন ডলার (৬৪০ কোটি ডলার)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version