Apps

বজ্রপাতের আধা ঘণ্টা আগে সংকেত দেবে অ্যাপ ‘দামিনী’!

Published

on

নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস ডটকম ডটবিডি:
প্রাণঘাতী বজ্রপাতের আধা ঘণ্টা আগে সংকেত দেবে ‘দামিনী’ নামে একটি অ্যাপ। ভয়ঙ্কর এই প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের প্রাণ বাঁচাতে অ্যান্ড্রয়েড অ্যাপটি তৈরি করেছে ভারতের পুণের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটিয়োরোলজির (আইআইটিএম) বিজ্ঞানীরা।

অ্যাপটির ডেভেলপাররা জানিয়েছে, মোবাইলে ইনস্টল থাকলে বজ্রপাতের ৩০ মিনিট আগেই সংকেত দেবে এটি।

দেশটির আবহাওয়াবিদ সঞ্জয় ভেলাবে জানান, নির্দিষ্ট জায়গায় বজ্রপাত হওয়ার আধা ঘণ্টা আগে এই অ্যাপ ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠাবে।

গুগল প্লে-স্টোর থেকে বিনামূল্যে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এরপর ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য জানাতে হবে। যেমন- নাম, ফোন নম্বর, এলাকা ইত্যাদি।

বজ্রপাত সাধারণত দুই ভাবে হয়। একটি হয় মেঘের মধ্যেই, অপরটি মেঘ থেকে একদম মাটি স্পর্শ করে যায়। দ্বিতীয়টিই প্রাণঘাতী। তবে বজ্রপাত মেঘের মধ্যেই হোক কিংবা মাটিতে এসে স্পর্শ করুক ‘দামিনী’ অ্যাপ সেই সমস্ত তথ্য আপনাকে আগেই দিয়ে দেবে।

চলতি বছর ভারতে সব থেকে বেশি মানুষ মারা গেছে বজ্রপাতে। বহু জায়গায় পর পর কয়েকদিন বজ্রপাত হয়েছে। প্রতি বছর ভারতে বজ্রপাতে মারা যান প্রায় দুই হাজার মানুষ। এই অ্যাপ তাই বজ্রপাতে মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: জি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version