Tech News

পৃথিবী ঘুরার ভিডিও ছাড়ল নাসা

Published

on

 

অপূর্ব বর্ণময় পৃথিবী প্রতিদিন নিজের অক্ষের ওপর ঘুরছে। এরই একটি ভিডিও প্রকাশ করল নাসা। নাসা একটি নতুন ওয়েবসাইট চালু করেছে। এই সাইটেই দেখা যাবে পূর্ণ আকারের পৃথিবীর আলোকিত অংশের ছবি।

নাসার আর্থ পলিক্রোম্যাটিক ইমেজিং ক্যামেরা (ইপিআইসি) থেকে তোলা ১২ থেকে ৩৬ ঘন্টা আগে তোলা ডজন খানেক ছবি দিনে একবার করে ওই সাইটে পোস্ট করা হবে। ইপিআইসি-তে তোলা ছবিগুলি পরপর পোস্ট করা হবে; যা থেকে স্পষ্ট বোঝা যাবে পৃথিবী ঘুরছে। এভাবে একটি দিনের পুরো পৃথিবীর ছবি দেখা যাবে।
ওয়েবসাইটে রয়েছে একটি আর্কাইভও। তারিখ ও মহাদেশের ভিত্তিতে সার্চ করলে ইপিআইসির তোলা ছবি খুঁজে পাওয়া যাবে।

ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি (ডিএসসিওভিআর) থেকে ১০ লক্ষ মাইল দৃর থেকে এই ছবি তোলা হয়েছে। ইপিআইসি একটি ৪ মেগাপিক্সেল সিসিডি ক্যামেরা ও টেলিস্কোপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version