Gadgets

১২ অক্টোবর বাজারে আসবে আইফোন ১২

Published

on

নিউজ ডেস্ক:
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল প্রতিবছরই সেপ্টেম্বরে নিয়ম করে আইফোন উন্মোচন করে থাকে। এবছর করোনা পরিস্থিতিরি কারণে এক মাস পিছিয়ে আগামী ১২ অক্টোবর আইফোন ১২ উন্মোচন করবে।

তবে এ ব্যাপারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বেশকিছু সংবাদমাধ্যমে খবর, আইফোনের পাশাপাশি আইপ্যাড এবং নতুন অ্যাপল ওয়াচ আনবে প্রতিষ্ঠানটি। আর সেগুলোর ঘোষণা হবে ৭ সেপ্টেম্বর।

তবে অক্টোবরে যে আইফোন আসবে তার ঘোষণায় খুব আনুষ্ঠানিকতা নাও আসতে পারে। আর সেসবের বিক্রি শুরু হবে মাসের শেষ থেকেই। আইফোন ১২ সিরিজে বেশকিছু পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানা গেছে।

নতুন আইফোনের সবচেয়ে বড় চমক থাকবে ক্যামেরায়। অ্যাপলের আইফোন ১২ সিরিজে উচ্চমানসম্পন্ন সেমকো ও সানি অপটিক্যাল লেন্স ব্যবহার করা হচ্ছে।

অ্যাপল বিশ্লেষক মিং সি কুয়ো বলেছেন, নতুন আইফোন ১২ দুটি সংস্করণে বাজারে আসতে পারে। একটি হবে ৬ দশমিক ১ ইঞ্চি স্ক্রিন সুবিধার, আরেকটি ৬ দশমিক ৭ ইঞ্চি স্ক্রিন সুবিধার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version