Apps

‘সুগার ড্যাডি অ্যাপস’ নিষিদ্ধ হচ্ছে গুগল প্ল্যাটফর্মে

Published

on

টেক এক্সপ্রেস ডটকম ডটবিডি ডেস্ক:
যৌনতা কেন্দ্রীক কনটেন্ট বিষয়ে নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে প্ল্যাটফর্ম থেকে ‘সুগার ড্যাডি অ্যাপস’ নিষিদ্ধ করবে গুগল। ‘যৌন সম্পর্কের বিনিময়ে প্রতিদানে’র বেঝাপড়ায় সহায়তা করে এমন কনটেন্ট সরাবে গুগল। সুগার ড্যাডি ঘরানার অ্যাপগুলো এই শ্রেণীতে পড়ার কারণে সেগুলোও মুছে দেওয়া হবে। নতুন নিষেধাজ্ঞা পহেলা সেপ্টেম্বর ২০২১ থেকে কার্যকর হবে বলে উল্লেখ করেছে সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি।

‘সুগার ড্যাডি’ শব্দদ্বয় ব্যাপকভাবে আলোচনায় আসে ২০১৫ সালে। ওই বছর হ্যাকিংয়ের কবলে পড়েছিল পরকীয়া বিষয়ক অ্যাপ অ্যাশলি ম্যাডিসন, বেহাত হয়ে গিয়েছিল গ্রাহক তালিকা। এখন আবার নতুন করে শব্দটি করে সামনে নিয়ে এসেছে গুগলের আপডেটেড প্লে স্টোর নীতি।

‘সুগার ড্যাডি’ বলতে সাধারণত সম্পদশালী বয়স্ক এমন ব্যক্তিকে বুঝানো হয় যিনি যৌন সুবিধা পাওয়ার বিনিময়ে (সাধারণত অল্প বয়ষ্ক নারীকে) আর্থিক সহায়তা দিয়ে থাকেন। আর যে অ্যাপগুলো এ ধরনের সম্পর্ক তৈরির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে সেগুলো সুগার ড্যাডি অ্যাপ নামে পরিচিত। গুগলে অনেক রকমের সুগার ড্যাডি শ্রেণির অ্যাপ খুঁজে পেয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। কিছুকিছু অ্যাপের নামে সরাসরিই ‘সুগার ড্যাডি’ দিয়ে রেখেছেন ডেভলপাররা।

অন্যান্য নামের মধ্যে দেখা গেছে ‘মিলিয়নেয়ার সিঙ্গেলস’, ‘সিকিংঅ্যারেঞ্জমেন্ট’ এবং ‘স্পয়েল’ এর মতো নামগুলো। স্পয়েল অ্যাপটি নিজ বর্ণনাতেই দিয়ে রেখেছে, “এখানে আপনি সম্পদশালী সুগার ড্যাডি খুঁজে পাবেন যারা গোপন সমঝোতায় আসতে চায়, এবং আপনি অন্য আকর্ষণীয় নারী খুঁজে পাবেন যারা উদার পুরুষ খুঁজছেন।”

এনগ্যাজেট ধারণা করছে, এ অ্যাপটি এবং এরকম সব অ্যাপ গুগল সেপ্টেম্বরের এক তারিখ মুছে দেবে। অবশ্য, অ্যান্ড্রয়েডে যেহেতু সাইলোডিংয়ের সুযোগ আছে, নতুন আগ্রহীরা বিভিন্ন সাইট থেকে অ্যাপগুলো ইনস্টল করে নিতে পারবেন – উল্লেখ করেছে এনগ্যাজেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version