Tech News

ভিনগ্রহীর সন্ধানে বিশ্বের বৃহত্তম টেলিস্কোপের মাধ্যমে কাজ শুরু চিনের

Published

on

অনলাইন ডেস্ক: বঙ্কুবাবুর বন্ধু হোক বা ইটি অথবা হালফিলের জাদু। ভিনগ্রহের প্রাণীদের খোঁজ বিজ্ঞানের দুনিয়া পেরিয়ে বারবার উঁকি মেরেছে সিনেমার পর্দায়। এবার আরও একবার সেই ভিনগ্রহীদের খোঁজ শুরু করল মানুষ। তবে রূপোলি পর্দায় নয়, সত্যি সত্যিই এই খোঁজে নামল চিন। দক্ষিণ-পশ্চিম চিনে রবিবার কাজ শুরু করল বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ। একে ভিনগ্রহীদের খোঁজে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে দাবি করেছে বেইজিং।
বিশ্বের বৃহত্তম এই টেলিস্কোপের পুরো নাম The Five-hundred-metre Aperture Spherical Radio Telescope। বা সংক্ষেপে FAST। দক্ষিণ-পশ্চিম চিনের গুইঝাও প্রদেশে দুই পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে টেলিস্কোপটি বসানো হয়েছে। রবিবার দুপুর থেকে FAST কাজ শুরু করেছে বলে জানিয়েছে চিনের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া। বিশাল এই টেলিস্কোপ নির্মাণে খরচ পড়েছে ১.২ বিলিয়ন ইউয়ান বা ১৮০ মিলিয়ন ডলার। এই টেলিস্কোপের রিফ্লেক্টরটি ৩০টা ফুটবল মাঠের সমান বলে জানিয়েছে জিনহুয়া। মহাকাশে তল্লাশি চালিয়ে প্রাণের সন্ধান করবে FAST। ২০২০-র মধ্যে মহাকাশে স্থায়ী স্টেশন তৈরি করার লক্ষ্য নিয়েছে চিন। ওই সময়েই চাঁদে মানুষ পাঠাতে আগ্রহী তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version