Apps

ভারতে অ্যাপ সার্ভিস চার্জ অর্ধেক কমাচ্ছে প্লে-স্টোর

Published

on

নিউজ ডেস্ক:
ভারতের বাজারে অনেক দিন ধরে নিষিদ্ধ বেশকিছু চীনা অ্যাপ। অ্যাপের এ ঘাটতি মেটাতে স্থানীয় একাধিক অ্যাপ ডেভেলপার নতুন নতুন অ্যাপ বানাতে উদ্যোগী হয়েছে। তাদের এ কাজে সহায়তা করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে গুগল। তাদের প্লে-স্টোরে অ্যাপ সার্ভিস চার্জ অর্ধেক কমিয়ে আনছে তারা। খবর গ্যাজেটস নাউ।

লাদাখ সীমান্তে সংঘাতের পর থেকেই দিল্লি-বেইজিং দ্বিপক্ষীয় সম্পর্কে টান পড়েছে। গোপনে নজরদারি চালানোর অভিযোগে দেশে শতাধিক চীনা অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করেছে ভারত সরকার। দেশের বিপুল বাজারে যে শূন্যস্থান পূরণ করতে ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের আওতায় দেশীয় অ্যাপ ডেভেলপারদের নতুন করে অ্যাপ তৈরিতে উৎসাহ জোগাচ্ছে সরকার। যাতে সাড়া দিয়ে চীনা অ্যাপের বিকল্প তৈরিতে বাজারে নেমে পড়েছেন একাধিক দেশীয় ডেভেলপার।

সেসব অ্যাপ ডেভেলপারদের জন্য নতুন খুশির খবর শোনালেন গুগল কর্তৃপক্ষ। সম্প্রতি এক এক ব্লগ পোস্টে গুগল জানায়, চলতি বছরের ১ জুলাই থেকে প্লে-স্টোর থেকে পাওয়া আয়ের ক্ষেত্রে প্রথম ১০ লাখ ডলারের ক্ষেত্রে গুগলকে সার্ভিস ফি হিসেবে আগের ৩০ শতাংশের জায়গায় ১৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিলেই চলবে। তা সে অ্যাপ ডেভেলপার সংস্থাটি যত বড় সংস্থাই হোক না কেন।

গুগল কর্তৃপক্ষের দাবি, এতে শুধু ভারতের ডেভেলপাররাই নন, বিশ্বের ৯৯ শতাংশ ডেভেলপারই এ ঘোষণার ফলে আর্থিকভাবে উপকৃত হবেন। প্রতি বছরেই এ সুবিধা পেতে চলেছেন অ্যাপ ডেভেলপাররা।

উল্লেখ্য গত বছরেই অ্যাপল কর্তৃপক্ষ একই রকম ঘোষণা দিয়েছিল যে, অ্যাপ স্টোরে ইন-অ্যাপ কেনাকাটায় বিক্রি থেকে আয় হওয়া প্রথম ১০ লাখ ডলারের ক্ষেত্রে সার্ভিস ফি ৩০ শতাংশের জায়গায় ১৫ শতাংশ করা হচ্ছে। গুগলও গত বছর এক ঘোষণায় জানিয়েছিল, ভারতীয় অ্যাপ ডেভেলপারদের উৎসাহ দিতে তারা বেশকিছু পদক্ষেপ নিতে যাচ্ছেন।

যে যে অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের ইন-অ্যাপ কেনাকাটায় কোনো অর্থ দিতে হয় না, সেসব অ্যাপ ডেভেলপারকে সার্ভিস ফি হিসেবে কোনো অর্থ দিতে হবে না। প্লে-স্টোরে থাকা ৯৭ শতাংশ অ্যাপই এ গ্রুপে পড়ায় প্রযুক্তি বিশেষজ্ঞদের দাবি, আগামী দিনে দেশের সব অ্যাপ ডেভেলপারই গুগলের এ সিদ্ধান্তের ফলে আর্থিকভাবে বেশ উপকৃত হবে। করোনাপরবর্তী সময়ে বাজেট ঘাটতিতে থাকা প্লাটফর্মগুলো তাদের অ্যাপের মানোন্নয়নে কাজে লাগাতে পারবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version