Gadgets

বাজারে এল রিয়েলমি ৮ প্রো ইলুমিনেটিং ইয়েলো

Published

on

তরুণদের কথা মাথায় রেখে রিয়েলমি বাজারে নিয়ে এল নতুন ‘৮ প্রো ইলুমিনেটিং ইয়ালো’। গতকাল এক অনলাইন অনুষ্ঠানে ব্র্যান্ডটি নতুন একাধিক পণ্য উন্মোচন করল চীনা স্মার্টফোন কোম্পানিটি।

‘এনলাইটেন দ্য ইয়ুথ’ প্রতিপাদ্য সামনে রেখে রিয়েলমি তাদের পণ্য উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় জনপ্রিয় র‍্যাপ সংগীতশিল্পী ব্ল্যাক জ্যাং এবং বর্তমান টেক ও প্রযুক্তি জগতের পরিচিত মুখ ‘স্যামজোন’-কে। এ স্পেশাল এডিশনের দাম রিয়েলমি ৮ প্রোর রেগুলার এডিশনের মতোই, মাত্র ২৭ হাজার ৯৯০ টাকা।

এতে আছে ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা কোয়াড ক্যামেরা এবং ৫০ ওয়াট সুপারডার্ট চার্জার, যেটি ৫০ শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র ১৭ মিনিট। আরো আছে ৬.৪ ইঞ্চির (১৬.৩ সেমি) সুপার অ্যামোলড ফুল স্ক্রিন, আল্ট্রা ফাস্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ন্যাপড্রাগন ৭২০জি পাওয়ারফুল প্রসেসর।

অন্যদিকে অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশন প্রযুক্তির কারণে রিয়েলমি বাডস এয়ার ২ ব্যবহারকারীরা পাবেন ২৫ ঘণ্টার নিরবচ্ছিন্ন প্লে-ব্যাক সুবিধা। স্পষ্ট শব্দ এবং দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি ব্যবহারকারীরা পাবেন ৮৮ মিলিসেকেন্ড লো ল্যাটেন্সি সুবিধা, ফলে গেমিংয়ের সময় নিরবচ্ছিন্নভাবে প্রতিটি সাউন্ড বিট শোনা যাবে।

মাত্র ১০ মিনিটের চার্জে প্রায় ২ ঘণ্টা প্ল্লেব্যাক সুবিধা পাওয়া যাবে। অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশন, সুপার লো ল্যাটেন্সি, কথা বলার সময় ডুয়াল মাইক নয়েস ক্যানসেলেশন, স্বয়ংক্রিয় কানেকশন, স্মার্ট ওয়্যার ডিটেকশন, ইন্টেলিজেন্ট টাচ কন্ট্রোল এবং ওয়াটার রেজিস্ট্যান্স ফিচারসংবলিত রিয়েলমি বাডস এয়ার ২ ব্যবহারকারীর জীবনে নতুন মাত্রা যোগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version