Social Media

ফেসবুকে নতুন টুল : একত্রে পোস্ট ডিলিটের উপায়

Published

on

নিউজ ডেস্ক:
পুরনো ফেসবুক পোস্ট বা স্ট্যাটাস হঠাৎ মেমোরিতে চলে এলে দেখে অনেক ব্যবহারকারীই বিব্রত হন এবং অনেকে অতীতের স্মৃতি ডিলিট করতেও বাধ্য হন। তবে স্ট্যাটাস বা পোস্ট ডিলিটের কাজটি এতদিন একত্রে করা যেত না।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমটি নতুন একটি টুল নিয়ে এসেছে, যার মাধ্যমে পুরনো পোস্ট ডিলিট করা যাবে একত্রে।

যেভাবে অনেক পোস্ট একত্রে ডিলিট করবেন :

* প্রথমে ফেসবুক অ্যাপ চালু করে, সেখান থেকে প্রোফাইলে গিয়ে ডান পাশে থাকা থ্রি ডট মেন্যুতে ক্লিক করতে হবে।
* এরপর Activity Log থেকে Manage Activity অপশনে যেতে হবে।
* নতুন পেজ এলে Your Posts অপশনটি সিলেক্ট করতে হবে।
* যে পোস্টগুলো ডিলিট করবেন, সেগুলো বেছে নিয়ে বামদিকে থাকা Trash বাটনে ক্লিক করতে হবে। চাইলে পোস্টগুলো সংরক্ষণ করতে অৎপযরাব অপশনটিও বেছে নেয়া যাবে।

একত্রে অনেক পোস্ট ডিলিটের কাজটি ডেস্কটপে ফেসবুক ব্যবহার করে ডিলিট করা যাবে না। এটি শুধু ফেসবুকের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ থেকেই করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version