Computer

পিসিতে ৫ অক্টোবর আসছে উইন্ডোজ ১১

Published

on

নিউজ ডেস্ক:
৫ অক্টোবর থেকেই পিসিতে আসছে উইন্ডোজ ১১। নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট বলছে, উইন্ডোজ ১০ থেকে অসাধারণ শিক্ষা গ্রহণ করে সর্বোচ্চ ভালো অভিজ্ঞতা দিতে চায় তারা। সব উপযোগী ডিভাইসে উইন্ডোজ ১১ আপগ্রেড ২০২২ সালের মধ্যবর্তী সময় নাগাদ চলে আসবে।

মাইক্রোসফট জানিয়েছে, ফ্রি আপগ্রেড হিসেবেই উইন্ডোজ ১০ পিসিতে আপডেট করে নেওয়া যাবে। আবার চাইলে উইন্ডোজ ১১ প্রি-লোডেড হার্ডওয়্যারও কিনে নিতে পারবে আগ্রহীরা।

বিদ্যমান উইন্ডোজ ১০ পিসিতে উইন্ডোজ ১১ আপডেট এসেছে কি না তা উইন্ডোজ আপডেট নিজে থেকেই ব্যবহারকারীকে জানিয়ে দেবে। আবার ব্যবহারকারীরা চাইলে মাইক্রোসফটের নিবেদিত পিসি হেলথ চেক অ্যাপের মাধ্যমে নিজ ডিভাইস উইন্ডোজ ১১ আপডেটের উপযোগী কি না তা-ও জেনে নিতে পারবে।

পিসি উইন্ডোজ ১১-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলেও আপাতত সমস্যা নেই। কারণ ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত উইন্ডোজ ১০-এর সমর্থন অব্যাহত রাখবে মাইক্রোসফট। সূত্র : ভার্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version