Highlights

দেশে বন্যার পূর্বাভাস-সর্বশেষ অবস্থা জানাবে গুগল

Published

on

নিজস্ব প্রতিবেদক:
ভারতে বন্যার রিয়েল টাইম পূর্বাভাস চালুর পর এখন বাংলাদেশের মানুষদেরকেও বন্যার পূর্বাভাস দেবে মার্কিন টেক জায়ান্ট গুগল। নোটিফিকেশন দিয়ে দেশে প্রতিষ্ঠানটি জানাবে বন্যা পরিস্থতির সর্বশেষ অবস্থা। এমনকি তাদের সর্তকও করবে এই নোটিফিকেশন দিয়ে।

সম্প্রতি ভারতের পাশাপাশি দেশেরও কিছু অঞ্চলে রিয়েল টাইমে বন্যার পূর্বাভাস দেওয়ার এই সুবিধা চালু করে গুগল।

জানা যায়, প্রাথমিকভাবে দেশের অন্তত চার কোটি মানুষ তাদের মোবাইলে গুগলের এই নোটিফিকেশন পাবেন। ধীরে ধীরে গোটা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হবে। ভারত এবং বাংলাদেশ পৃথিবীর অন্যতম শীর্ষ দুটি বন্যাকবলিত অঞ্চল।

গুগল জানিয়েছে, তারা বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের সঙ্গেও চুক্তি করেছে। এই প্রথমবার কোম্পানিটি ভারতের বাইরে কোনো দেশে বন্যার পূর্বাভাস জানাবে।

কোম্পানিটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) মডেল পৃথিবীর বিভিন্ন অঞ্চলের শত শত নদীর তথ্য সংগ্রহ ও পাটনার নদীগুলোর অবস্থা মনিটর করে সেখানকার মানুষকে সতর্ক করছে।

এই প্রজেক্টের জন্য গুগল ছাড়াও কাজ করেছে ভারতের সেন্ট্রাল ওয়াটার কমিশন, ইসরায়েল ইনস্টিটিউট অব টেকনোলজি এবং বার-ইলান বিশ্ববিদ্যালয়।

গুগল জানিয়েছে, এই প্রযুক্তি আরও উন্নত করতে তারা ইয়েল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version