Apps

গুগল মিটে যুক্ত হলো উন্নত নিরাপত্তা ফিচার

Published

on

নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস:
জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ‘গুগল মিট’-এ আরও উন্নত নিরাপত্তা ফিচার যোগ করলো গুগল। আমন্ত্রণ ছাড়া ভিডিও মিটিংয়ে প্রবেশ ঠেকাতেই আনা হয়েছে নতুন এই ফিচার।

গেল মঙ্গলবার এ ব্যাপারে গুগল জানায়, নতুন ফিচারে হোস্টকে “নক” এর ব্যাপারে আরও বেশি নিয়ন্ত্রণ দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ফিচারে গুগল অ্যাকাউন্টে লগড ইন অবস্থায় নেই এমন ব্যক্তির মিটিংয়ে যোগ দেওয়ার চেষ্টা ঠেকানো যাবে।

গুগল জানায়, কোনো ব্যবহারকারী যদি কয়েকবার মিটিংয়ে প্রবেশের জন্য অনুরোধ করেন, এবং তার অনুরোধ যদি হোস্ট না নেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে তাকে ব্লক করে দিয়ে আর অনুরোধ পাঠাতে দেবে না মিট।

নভেল করোনাভাইরাস মহামারীর এ সময়টিতে ভিডিও কনফারেন্সিং সেবার ব্যবহার বাড়ছে, পাশাপাশি বাড়ছে নিরাপত্তা সমস্যাও।

প্রসঙ্গত গুগল মিটের প্রতিদ্বন্দ্বী সেবা জুমও ‘অতিথি’ নিয়ে সমস্যায় পড়েছিল। পড়ে ‘জুমবম্বিং’ ঠেকাতে নতুন ফিচার নিয়ে এসেছে সেবাটি। উল্লেখ্য, আমন্ত্রণ ছাড়া অপরিচিত কারো জুম মিটিংয়ে ঢুকে পড়াকে জুমবম্বিং বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version