Highlights

করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেবে ফেসবুক

Published

on

নিউজ ডেস্ক:
চলমান করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেবে ফেসবুক। ক্ষুদে ব্যবসায়ীদের সাহায্যার্থে তাদের তথ্য সংগ্রহ করছে ফেসবুক। এ বিষয়ের উপর একটি বিস্তারিত একটি ভিডিও শেয়ার করেছে মার্ক জাকার্বাগ প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি।

জানা যায়, অর্থসহায়তা পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে তাদের। আবেদন করতে হবে ৫টি ধাপে কিছু প্রশ্নের উত্তর দেয়া ও ডকুমেন্টস প্রদানের মাধ্যমে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় হচ্ছে:

১. অন্তত ২ থেকে ৫০ জন কর্মী থাকতে হবে।
২. ব্যবসায়ের বয়স হতে হবে কমপক্ষে এক বছর।
৩. করোনাকালে ক্ষতিগ্রস্থ হয়েছে এমন প্রমাণ থাকতে হবে।
৪. আপনার ব্যবসায় সম্পর্কে ফেসবুক খোঁজ খবর রাখতে পারবে এমন যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে।
৫. আবেদনের জন্য ফেসবুকে বিজনেস পেজ একটি ভেরিফাইড ই-মেইল থাকতে হবে।
৬. থাকতে হবে ব্যবসায় প্রতিষ্ঠানের নির্দিষ্ট কার্যালয়।
৭. শুধুমাত্র অনলাইনে কার্যক্রম থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
৮. থাকতে হবে ব্যবসায়ের লাইসেন্স।
৯. অফিসিয়াল রেজিস্ট্রেশান।
১০. অংশিদারি ব্যবসায়ের ক্ষেত্রে পার্টনারশিপ লাইসেন্স।

আবেদনের পদ্ধতি বিস্তারিত ভিডিওটি দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version