Tech News

আসন্ন হালনাগাদে উইন্ডোজ ১০ এ নতুন সুবিধা যোগ করছে মাইক্রোসফট

Published

on

আসন্ন হালনাগাদে উইন্ডোজ ১০ এ নতুন সুবিধা যোগ করছে মাইক্রোসফট

আসন্ন হালনাগাদে উইন্ডোজ ১০ এ নতুন সুবিধা যোগ করছে মাইক্রোসফট। কম্পিউটারের সর্বোচ্চ ক্ষমতার প্রয়োজন হয় ত্রিমাত্রিক নকশার মতো কাজে। বিশেষ করে পেশাদারদের এ ধরনের কাজের জন্য উইন্ডোজ ১০-এর আসন্ন হালনাগাদে নতুন সুবিধা যোগ করছে মাইক্রোসফট। এরই মধ্যে সুবিধাটির পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করা হয়েছে। যারা ওয়ার্কস্টেশনের জন্য উইন্ডোজ ১০-এর প্রো সংস্করণ ব্যবহার করছেন তাঁদের জন্য থাকবে ‘আলটিমেট পারফরম্যান্স’ মোড।

হাই পারফরম্যান্স মোড ব্যবহার করেও যারা ঠিক উপকার পাচ্ছে না, তাদের জন্য বেশ কাজের নতুন সুবিধাটি। প্রয়োজন অনুযায়ী অপশনটি ব্যবহারকারীকে চালু করতে হবে। তবে কম্পিউটার উৎপাদনকারীরা এখন থেকে অপশনটি চালু অবস্থায় বাজারে ছাড়বেন। তবে ল্যাপটপ বা ট্যাবলেটের জন্য আলটিমেট পারফরম্যান্স পেতে কিছুটা দেরি হতে পারে।

নতুন হালনাগাদে সাধারণ ব্যবহারকারীদের জন্য কিছু পরিবর্তন আনা হয়েছে। বেশ কয়েকটি ইমোজি বদলানো হয়েছে। যাতে ইমোজিগুলো পরিচিত মনে হয়। ফলে বিভিন্ন ভাষাভাষীদের জন্য ইমোজি খুঁজতে সুবিধা হবে। ফলে সর্বজনীন উইন্ডোজ প্ল্যাটফর্মের অ্যাপ পরিচালনায় আরও সুবিধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version