Tech News

পর্যায় সারণীতে যুক্ত হল নতুন চারটি মৌল

Published

on

অনলাইন ডেস্ক: রসায়নের পর্যায় সারণীতে যুক্ত হয়েছে আরও চারটি নতুন মৌল। এর ফলে সারণীর সপ্তম সারিটির ফাঁকা স্থানগুলো আর থাকলো না। পর্যায় সারণীর এর আগের সংস্করণে ১১৩(Uut), ১১৫(Uup), ১১৭(Uus) ও ১১৮(Uuo) মৌলের যায়গাগুলো ফাঁকা ছিলো।

পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে বিভিন্ন গ্রুপ ও পর্যায়ে ভাগ করা হয়েছে পর্যায় সারণীতে। এর ফলে একই গ্রুপ ও পর্যায়ের বিভিন্ন মৌলের রাসায়নিক বৈশিষ্টের সাদৃশ্য পরিলক্ষিত হয়।

নতুন যুক্ত মৌলগুলো জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। এর আগে ২০১১ সালে ১১৪(Fi) ও ১১৬(Lv) মৌল দুটিকে যুক্ত করা হয়েছিল।

রসায়ন ও ফলিত রসায়ন বিষয়ক অন্তর্জাতিক সংগঠন-আইইউপিএসি গত ৩০ তারিখ এই মৌলগুলোকে পর্যায়সারণীভুক্ত করে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। রাসায়নিক পদার্থের নামকরণ, পরিভাষা এবং পরিমাপ পদ্ধতি নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version