- Advertisement -

বাজারে অপোর নতুন ফোন এ১৬, মিলতে পারে ১৬ টাকায়ও

- Advertisement -

নিউজ ডেস্ক:
অপো বাংলাদেশে বাজারে ছেড়েছে এ সিরিজের নতুন ফোন অপো এ১৬। দেশব্যাপী প্রথম বিক্রি উপলক্ষে এ১৬ নামের সঙ্গে মিল রেখে মাত্র ১৬ টাকায় ফোন জেতার অফার এনেছে প্রতিষ্ঠানটি।

বুধবার ফোনটি উন্মোচন করে স্মার্ট ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানটি বিশেষ এই মডেলের জন্য পুরস্কার ঘোষণা করেছে। ৭ সেপ্টেম্বরের মধ্যে ফোনটি কিনলে বিশেষ এই লটারিতে অংশ নিতে পারবেন ক্রেতা।

লটারিতে অংশগ্রহণ করতে চাইলে ‘অপোবাংলাদেশ ডটকম/নিউ’ সাইটে প্রবেশ করে গ্রাহকের নাম, যোগাযোগের ঠিকানা, আইএমইআই-১ নাম্বার, শপ কোড, অঞ্চল ইত্যাদি তথ্য দিতে হবে।

এরপর ‘চেক ইওর লাক’ বাটনে ক্লিক করে নিজের ভাগ্য পরীক্ষা করে নেওয়া যাবে। বিজয়ী হলে অপো টিম তিন দিনের মধ্যে যোগাযোগ করবে। বিজয়ীকে অবশ্যই কুপন কার্ড ও ক্যাশ মেমো দেখাতে হবে।

অপো এ১৬ ফোনটির বাজারমূল্য ১২,৯৯০ টাকা।

Comments (0)
Add Comment