Apps

হোয়াটসঅ্যাপে চ্যাটবট চালু করলো রবি-এয়ারটেল

Published

on

নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস ডটকম:
এখন থেকে হোয়াটসঅ্যাপে চ্যাটবটের মাধ্যমে সেবা নিতে পারবেন রবি ও এয়ারটেল গ্রাহকরা। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই উদ্বাবনী এই প্রযুক্তিটি উপভোগ করতে পারবেন তারা।

এলক্ষ্যে কৃত্রিম বৃদ্ধিমত্তা সম্পন্ন এবং পারস্পারিক ভাব বিনিয়মযোগ্য হোয়াটসঅ্যাপ চ্যাটবট চালু করেছে রবি।

চ্যাটবটের মাধ্যমে সেবা নিতে রবি গ্রাহকদের ০১৮৮৬৬৬৪১২১ নম্বরে এবং এয়ারটেল গ্রাহকদের ০১৬৪৭৭৭১২১২ নম্বরে হোয়াটসঅ্যাপে নক করতে হবে।

হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে গ্রাহকরা সহজেই রিচার্জ করা, প্যাক কেনা, অ্যাকাউন্ট ম্যানেজ করাসহ আরো অনেক সেবা নিতে পারবেন। চলমান কোভিড-১৯ মহামারীতে গ্রাহকদের গ্রাহক সেবা কেন্দ্রে যেতে হবেনা বলে এ পদক্ষেপটি তাদের জীবনের সুরক্ষারও ভূমিকা রাখবে। এর ফলে স্বভাবতই গ্রাহকদের ভাইসটির সংস্পর্শে আসার ঝুঁকি কমে যাবে।

ডিজিটাল জীবনধারার প্রতি ঝোঁক বাড়ায় রবি প্রতিনিয়ত ডিজিটাল কাস্টমার কেয়ারের প্রয়োজনীয়তা অনুভব করছে।

চ্যাটবট-ভিত্তিক গ্রাহক সেবা গ্রাহকদের এই প্রয়োজনীয়তা পূরণে সহায়ক হবে। সরাসরি কোন ব্যক্তির সাথে যোগাযোগ করতে হবে না বলে যে কোন ব্যক্তি নিজের সুবিধামতো ব্যক্তিগতভাবে সেবাটি গ্রহণ করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ। এর মাধ্যমে সহজেই ডিজিটাল গ্রাহক সেবা নিতে পারবেন গ্রাহকরা। ১৮০টি দেশে অ্যাপটির গ্রাহক সংখ্যা ১৫০ কোটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version