Tech News

হংকং বিক্ষোভ: ২১০ ইউটিউব চ্যালেন বন্ধ করল গুগল

Published

on

আন্তর্জাতিক ডেস্ক:
হংকংয়ে চীন বিরোধী বিক্ষোভের বিভিন্ন ভিডিও প্রচার করা ২১০টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে গুগল। ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম হংকং বিক্ষোভে ইন্ধন যোগাচ্ছে বলে চীনের অভিযোগের পরই এমন সিদ্ধান্ত নিলো ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল।

গুগলের নিরাপত্তা ও হুমকি বিষয়ক বিশ্লেষক মেন হান্টলি এ বিষয়ে নিশ্চিত করে বলেন, এসব চ্যানেল থেকে হংকং বিক্ষোভের ভিডিও আপলোড করা হত। এই আবিষ্কারটি ফেসবুক এবং টুইটার দ্বারা ঘোষিত চীন সম্পর্কিত সাম্প্রতিক পর্যবেক্ষণ এবং ক্রিয়াগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

চলতি সপ্তাহে হংকং বিক্ষোভে ইন্ধন জোগানোর দায়ে ফেসবুক সহস্রাধিক অ্যাকাউন্ট স্থগিত করেছে। এছাড়া একই অভিযোগে দুই লক্ষাধিক অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার। টুইটারের পক্ষ থেকে সেসময় জানানো হয়, এসব অ্যাকাউন্ট হংকংয়ে রাজনৈতিক বিভেদ তৈরির চেষ্টা করছিল।

মাস দুয়েক আগে মূল চীনা ভূখণ্ডে বন্দী প্রত্যর্পণ সম্পর্কিত প্রস্তাবিত একটি আইনকে কেন্দ্র করে যে সরকারবিরোধী বিক্ষোভ হংকংয়ে শুরু হয়, তা দিনকে দিন সহিংস চেহারা নিচ্ছে। পুলিশ এবং বিক্ষোভকারী- দুপক্ষই দিনকে দিন মারমুখী হয়ে উঠছে।

Trending

Exit mobile version