Gadgets

সাশ্রয়ী দামে ফোরজি ফোন আনছে নকিয়া

Published

on

নতুন ফিচার ফোন আনছে নকিয়া। ফোনটির মডেল নম্বর টিএ-১৩১৬। মোবাইল ফোনের সার্টিফিকেশন ওয়েবসাইট এফসিসিতে সম্প্রতি নকিয়ার এই ফোনের হদিস মিলেছে। এরপর নকিয়া এই ফোনের একটি টিচার প্রকাশ করেছে। তাতে স্পষ্ট যে, শিগগিরই বাজারে আসছে এই ফোন।

নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল পরিকল্পনা করছে এই বছরের শেষভাগে বেশ কিছু নতুন ফোন আনবে। তখন টিএ-১৩১৬ মডেলের ফিচার ফোনটিও থাকবে। এই ফিচার ফোনে ফোরজি কানেক্টিভিটি থাকার কথা রয়েছে।

মনে করা হচ্ছে, নতুন ফোনগুলোর মধ্যে একটি ফোন, নকিয়া ২১৫-এর একটি নতুন ভ্যারিয়েন্ট হতে পারে, যার নাম সম্ভবত নকিয়া ২১৫ (২০২০) বা নকিয়া ২১৫ ফোরজি। তবে, এটি নকিয়া মোবাইলের পোর্টফোলিওতে সবচেয়ে সাশ্রয়ী ফোরজি ফিচার ফোন বলে মনে করা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় ফোনটিতে কোনো ক্যামেরা থাকবে না।

আরো একটি ফোনের কথা শোনা যাচ্ছে যার নাম নকিয়া ২২৫। মডেলটিতে ফোরজি এলটিই সাপোর্ট থাকবে এবং এতে ইউটিউব বা ফেসবুকের মতো অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version