Tech News

শেফ যখন রোবট

Published

on

শেফ যখন রোবট

সব ক্ষেত্রেই সময়ের সাথে সাথে প্রযুক্তির ছোঁয়া লাগতে শুরু করেছে। প্রযুক্তি কাজে লাগিয়ে মাত্র কয়েক মিনিটেই কয়েকশ মানুষের কাজ করে ফেলা সম্ভব হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের একটি রেস্টুরেন্টে শেফের দায়িত্বে নিয়োগ দেয়া হয়েছে একটি রোবটকে। বিশেষ এই রেস্টুরেন্টটিতে মনের মাধুরী মিশিয়ে বার্গার বানাচ্ছে রোবট ‘ফ্লিপি’।

ক্যালিবার্গার তাদের পাসাডেনার শোরুমটিতে রোবট শেফ নিয়োগ দেয়ার পর এখন চিন্তা করছে পুরো দেশে ছড়িয়ে থাকা তাদের সব শোরুমেই এই রকম রোবট শেফ নিয়োগ দেবে। কর্তৃপক্ষের আশা, এই রোবট শেফ প্রতিটা বার্গার একই রকম বানাতে সক্ষম হবে। ফলে ক্রেতারাও সব সময় একই মানের বার্গার পাবেন।

ফ্লিপি রোবট বার্গার বানিয়ে ইতিমধ্যে সবার মন জয় করে নিলেও তার কাজ করার জন্য একজন সহকারীর দরকার হয়। বার্গারের রুটিটা ঐ সহকারী গ্রিলের উপর দিলে বাকী কাজ বেশ দক্ষতার সাথেই করতে পারে ফ্লিপি।

রোবটটি তৈরির কাজ করেছে মিশো রোবটিক্স। রোবটটি তৈরি করতে প্রতিষ্ঠানটির খরচ হয়েছে ৬০ হাজার ডলার।-ইউপিআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version