Gaming

লর্ড অফ দ্য রিংস গেইম আনছে না অ্যামাজন

Published

on

নিউজ ডেস্ক:
অ্যামাজনের লর্ড অফ দ্য রিংস ভিডিও গেইমটি আর আসছে না বলে জানিয়েছেন অ্যামাজন মুখপাত্র। এরআগে ২০১৯ সালে গেইমটি আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

গেইমটি তৈরিতে কাজ করছিল অ্যামাজন গেইম স্টুডিওস এবং চীন ভিত্তিক লেইউ টেকনোলজিস হোল্ডিংস। পরে ডিসেম্বরে লেইউ-কে কিনে নেয় চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট হোল্ডিংস। এতে সমস্যা দেখা দেয় গেইমটির ডেভেলপমেন্ট নিয়ে।

চুক্তি আলোচনা নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছিল অ্যামাজন ও টেনসেন্ট। পরে এরই জের ধরে গেইমটি বাতিল হয়ে গেল বলে প্রতিবেদনে বলেছে রয়টার্স।

শনিবার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে বাণিজ্য বিষয়ক সংবাদদাতা ব্লুমবার্গ-ও। “লেইউয়ের সাম্প্রতিক মালিকানা হাতবদলের পর আমরা এই টাইটেল নিয়ে এগিয়ে যাওয়ার জন্য শর্ত নিরাপদ করতে ব্যর্থ হয়েছি।” -এক ইমেইল বিবৃতিতে জানিয়েছেন অ্যামাজন মুখপাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version