Gadgets

যুক্তরাষ্ট্রে বেড়েছে ইলেকট্রিক ডিভাইসের ব্যবহার

Published

on

নিউজ ডেস্ক:
করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে বেড়েছে ইলেকট্রিক ডিভাইসের ব্যবহার। ২০১৯ সালে আমেরিকায় যেখানে প্রতিটি বাসায় গড়ে ১১টি করে সংযুক্ত ডিভাইস ছিল, গত বছর তা বেড়ে হয়েছে গড়ে ২৫টি। এসব ডিভাইসের মধ্যে রয়েছে ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্ট টিভি, হেডফোন, গেমিং কনসোল ইত্যাদি।

সেবা প্রতিষ্ঠান দেলোয়েতের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপে দেখা যায়, ৫৮ শতাংশ পরিবারে স্মার্ট ঘড়ি বা ফিটনেস ট্র্যাকার আছে। প্রতিষ্ঠানটির মতে, করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় সব কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে উঠেছে বাসা। শিশুদের পড়াশোনা থেকে শুরু করে গেমস খেলা, অফিসের কাজ করা, ভিডিও কল, অনলাইন কেনাকাটা, ভার্চুয়ালি ডাক্তার দেখানো-সব কিছুই হচ্ছে বাসা থেকে।

দেলোয়েতের ভাইস চেয়ারম্যান পল সিলভারগ্লেট বলেন, ‘কভিড-১৯-এর প্রাদুর্ভাব যেন টাইমমেশিন। পুরো মানবসভ্যতাকে ১০ বছরেরও বেশি সময় এগিয়ে দিয়েছে।’ সূত্র : রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version