Computer

ম্যাকের রিমোট ডেস্কটপ ভার্সনে নতুন চিপ

Published

on

নিউজ ডেস্ক:
ম্যাক ওসের রিমোট ডেস্কটপ ক্লায়েন্টের আপডেট এনেছে মাইক্রোসফট। এর ফলে ব্যবহারকারীরা অন্য যেকোনো ডিভাইসের মাধ্যমে তাদের কম্পিউটারে প্রবেশ করতে পারবে।

সম্প্রতি নাইনটুওফাইভম্যাকের এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন এ আপডেট এমওয়ান চিপকে কম্পিউটার নিয়ন্ত্রণে সাহায্য করবে। অ্যাপলের সিলিকন প্লাটফর্ম এবং এমওয়ান চিপের জন্য এ সাপোর্ট আপডেট করা হয়েছে।

এর ফলে ম্যাকবুকে এ অ্যাপ কম বিদ্যুৎ খরচে আরো ভালো কাজ করবে। যার ফলে ম্যাকের ব্যাটারি খরচও কমে যাবে। -আইএএনএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version