Highlights

মোবাইলে খুদে বার্তা বন্ধে যা জানালো বিটিআরসি

Published

on

নিউজ ডেস্ক:
মোবাইল ফোনে খুদে বার্তার যন্ত্রণা থেকে মুক্তির উপায় জানাল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘ডু নট ডিস্টার্ব বা ডিএনডি’ সেবা চালুর মাধ্যমে এখন থেকে গ্রাহকরা সিম কোম্পানির নতুন নতুন প্যাকেজ ও সেবা সম্পর্কে পাঠানো খুদে বার্তা বন্ধ করতে পারবেন।

শনিবার (২৪ এপ্রিল) বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোনের ক্ষেত্রে *১২১ * ১১০১# ডায়াল করে, বাংলালিংকের ক্ষেত্রে *১২১ *৭ *১ *২ *১# ডায়াল করে এবং রবি ও এয়ারটেলের ক্ষেত্রে *৭# ডায়াল করলে বাণিজ্যিক প্রচারণামূলক খুদে বার্তা আসবে না।

সেবার মান আরও উন্নত করতে ‘ডু নট ডিস্টার্ব বা ডিএনডি’ সেবা চালু হয়েছে। মুঠোফোনে বাণিজ্যিক প্রচারণামূলক খুদে বার্তা না পেতে চাইলে ইউএসডিডি কোড ডায়াল করে এ সেবা চালু করা যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিটিআরসি বিজ্ঞপ্তিতে বলেছে, মোবাইল অপারেটরদের নিত্যনতুন সেবা সম্পর্কে জানতে বাণিজ্যিক প্রচারণামূলক খুদে বার্তা সহায়ক ভূমিকা পালন করে। তবে ক্ষেত্রবিশেষে গ্রাহকদের কাছে এ ধরনের খুদে বার্তা প্রাপ্তি বিরক্তিকর বলে প্রতীয়মান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version