Computer

মাউসের সহ-উদ্ভাবক উইলিয়াম ইংলিশ মারা গেছেন

Published

on

নিউজ ডেস্ক, টেক এক্সপ্রেস:
কম্পিউটার প্রোকৌশলী ও মাউসের সহ-উদ্ভাবক উইলিয়াম ইংলিশ মৃত্যুবরণ করেছেন। গত ২৬ জুলাই ২০২০ ক্যালিফোর্নিয়ায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

উইলিয়াম ইংলিশ ২০০৮

মি. ইংলিশ শুধু মাউসের সহ-উদ্ভাবক নন, প্রথম মাউস ব্যবহারকারীও ছিলেন তিনি। তার স্ত্রী গণমাধ্যমকে তার জীবনাবসানের ব্যাপারে নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি।

মি. ইংলিশ ১৯২৯ সালে যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে জন্ম গ্রহণ। মার্কিন নেভিতে যোগ দেওয়ার আগে বিশ্ববিদ্যালয়ে বৈদ্যুতিক প্রকৌশল নিয়ে পড়ালেখা করেন তিনি।

প্রথম মাউস ১৯৬৩ সালে তৈরি করেন তিনি। মাউসের ধারণা অবশ্য তার নয়, সহকর্মী ডাগ এঙ্গেলবার্টের। দু’জনেই ওই সময়টিতে প্রাথমিক কম্পিউটিং নিয়ে কাজ করছিলেন।

স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে এঙ্গেলবার্টের গবেষণা প্রকল্পের অধীনে প্রথম মাউসটি তৈরি করেন তিনি। ধারণা এঙ্গেলবার্টের থাকলেও পুরো কারিগরি কাজটিই নিজে করেছিলেন ইংলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version