Tech Express - টেক এক্সপ্রেস
Indian Girl Using Smartphone

ভারতে শতকরা ৭৫ ভাগ স্মার্টফোন চীনা কোম্পানির!

নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস বিডি:
সম্প্রতি ভারত-চীন উত্তেজনা-সংঘর্ষের পর চীনা পণ্য বর্জনের ডাক ওঠার পর এখন প্রশ্ন উঠেছে, ভারতের মানুষ কী চীনা স্মার্টফোন বর্জন করতে পারবে? যেখানে বছরের দ্বিতীয় প্রান্তিকে বাজারে সরবরাহ করা প্রতি চারটি স্মার্টফোনের তিনটি অর্থাৎ শতকরা ৭৫ ভাগ চীনের।

যার মধ্যে দেশটিতে শীর্ষ পাঁচ ব্র্যান্ডের মধ্যে চারটিই চীনা প্রতিষ্ঠান।

লকডাউনের পর থেকেই চীনের স্মার্টফোনগুলোর চাহিদা বাড়তে থাকে। তবে গত ১৫ জুন ভারত-চীন সীমান্তে সেনাদের মধ্যে সংঘর্ষে ভারতের ২০ সেনা সদস্য নিহত ও ৬৭ জন আহত হয়। এরপরই দেশটিতে চীনা পণ্য বর্জনের ডাক ওঠে।

অবশ্য এই ডাক ওঠার পর স্মার্টফোন বাজারে সবচেয়ে ভালো অবস্থান তৈরি করে নিয়েছে দক্ষিণ কোরিয় প্রতিষ্ঠান স্যামসাং।ভারতে স্মার্টফোন বাজার গবেষণা প্রতিষ্ঠান সিএমআর ভারতে স্মার্টফোনের বাজার রিভিউ’ নামের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে।

দেশটিতে ক্রমাগত পড়তে থাকা স্যামসাং এই সময়ে ভালো প্রবৃদ্ধি করতে পেরেছে। দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের বাজার শেয়ার দাঁড়িয়েছে ২৪ শতাংশ।অবশ্য লকডাউনে দেশটিতে স্মার্টফোনের সরবরাহ কমে গেছে ৪১ শতাংশ।

এদিকে এখনও দেশটিতে শীর্ষ স্থানে স্মার্টফোন সরবরাহকারী চীনা প্রতিষ্ঠান শাওমি। তাদের বাজার শেয়ার ৪০ শতাংশ, আরেক চীনা ব্র্যান্ড ভিভোর শেয়ার ১৭ শতাংশ।

২০২০ সালে নকিয়ার বাজারও পড়তির দিকে বলে জানিয়েছে ওই রিপোর্ট। অ্যাপল তাদের এসই ২০২০ দিয়ে অবস্থান ধরে রেখেছে। তাদের অবস্থান শীর্ষ আট নম্বরে।

webadmin

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.