Tech News

ভারতে উবারের খাদ্য বিপণন ব্যাবসা কিনল জোমাটো

Published

on

নিউজ ডেস্ক:
ভারতে নিজেদের খাদ্য বিপণন ব্যবসা স্থানীয় প্রতিদ্বন্দ্বী জোমাটো’র কাছে বিক্রি করে দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান উবার। মঙ্গলবার উবারের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। খবর বিবিসি’র।

উবারের পক্ষ থেকে বলা হয়, এখন থেকে উবারে খাবার অর্ডার দিলে তা জোমাটোর কাছে সরাসরি চলে যাবে বলে উবারের পক্ষ থেকে বলা হয়েছে। অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জোমাটোর কাছে বিক্রির পরেও খাদ্য বিপণন ব্যবসায় উবারের ৯.৯৯ শতাংশ শেয়ার থাকবে।

এই বিষয়ে জোমাটোর সিইও এবং প্রতিষ্ঠাতা দিপীন্দার গোয়াল বলেন, আমরা রেস্টুরেন্ট আবিষ্কারের অগ্রদূত এবং ভারতের শীর্ষ খাদ্য বিপণন প্রতিষ্ঠান হিসেবে গর্ববোধ করি। এই অর্জন তাৎপর্যপূর্ণভাবে আমাদের অবস্থানকে আরো শক্তিশালী করবে।

এদিকে উবারের পক্ষ থেকে জানানো হয়েছে রাইড শেয়ার সেক্টরে আরো বেশি মনযোগী হতে চান তারা । ভারতের উবারের সিইও দারা খোসরোশাহী বলেন, ভারত উবারের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাজার এবং আমরা এখানে রাইড শেয়ার সেক্টরে আরো বিনিয়োগ করতে আগ্রহী।

২০১৭ সালে খাদ্য বিপণন ব্যবসা চালু করে উবার। তবে ভারতের স্থানীয় জোমাটো এবং সুইগি’র সঙ্গে প্রতিযোগিতায় সবসময় পিছিয়ে ছিল তারা।

Trending

Exit mobile version