Tech News

বিজ্ঞাপন দেখাবে না হোয়াটসঅ্যাপ

Published

on

তথ্যপ্রযুক্তি ডেস্ক
ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত রিপোর্ট থেকে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফেসবুক। হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দেখানোর জন্য যে দল তৈরি হয়েছিল ইতিমধ্যেই সেই দল ভেঙে দেওয়া হয়েছে। সেই দলের সব কোডিং ডিলিট করেছে কোম্পানি।

যদিও মেসেজের মধ্যে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা থেকে সরে এলেও এখনও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত বজায় রাখছে কোম্পানি। যদিও ঠিক কবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানো শুরু হবে জানা যায়নি।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। রোজকার মেসেজ পাঠাতে হোয়াটসঅ্যাপে নিয়মিত কয়েক কোটি মেসেজ পাঠান গোটা বিশ্বের গ্রাহকরা। নতুন বছরের প্রাক্কালে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে সেই সব রেকর্ড ছাপিয়ে গেল। সম্প্রতি এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর গোটা বিশ্বে মোট ১০০ মিলিয়ন মেসেজ পাঠানো হয়েছে।

Trending

Exit mobile version