Tech News

বাজারে শাওমির নতুন স্মার্টওয়াচ

Published

on

নিউজ ডেস্ক:
নতুন স্মার্টওয়াচ আনল শাওমি। মডেল মি ওয়াচ কালার। এই স্মার্টওয়াচে রয়েছে একটি বৃত্তাকার ডায়াল। এতে ১.৩৯ ইঞ্চির বৃত্তাকার ডিসপ্লে দেয়া হয়েছে। থাকছে ১০ টি ট্র্যাকিং মোড। ওয়াচটির মাধ্যমে স্ট্রেস ও স্লিপ মনিটর করা যাবে। এটি অনবরত হার্ট রেট মনিটর করে যাবে। এক চার্জে চলবে ১৪ দিন।

সম্প্রতি চীনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে মি ওয়াচ কালারের ডিজাইন ও বিভিন্ন রঙ প্রকাশ করেছে শাওমি। যদিও এক স্মার্টওয়াচের স্পেসিফিকেশন, ব্যাটারি ও ডিসপ্লে সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। যদিও নতুন স্মার্টওয়াচের থাকছে হার্টরেট সেন্সর, ফিটনেস ট্র্যাকিং, স্লিপ ট্র্যাকিং, কলিং আর নোটিফিকেশন সাপোর্ট।

স্মার্টওয়াচে থাকছে কিউআর কোড পেমেন্ট সাপোর্ট। টিজারে প্রকাশিত ছবি থেকে জানা গিয়েছে কালো, সোনালী ও রুপালি রঙে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ। থাকছে সিলিকন, লেদার অথবা মেটাল স্ট্র্যাপ।

চীনের বাজারে মি ওয়াচ কালারের দাম ৭৯৯ ইয়েন।

Trending

Exit mobile version