Tech News

বাংলাদেশিদের জন্য ফেসবুকের চাকরির বিজ্ঞপ্তি

Published

on

নিউজ ডেস্ক:
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাকরি করার ইচ্ছে অনেকেরই থাকে। কিন্তু সে সুযোগ অনেকটা ‘সোনার হরিণ’ পাওয়ার মতো। কারণ বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট করে চাকরির বিজ্ঞপ্তি দেয়না ফেসবুক। এবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশের ক্রমবর্ধমান ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধির দিকটি বিবেচেনা করে একটি পদে কর্মী নিয়োগ দেয়া হবে।

এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেসবুক। এতে বলা হয়েছে, বাংলাদেশের বাজার দেখার জন্য মার্কেট স্পেশালিস্ট পূর্ণকালীন পদে নিয়োগ দেয়া হবে। মার্কেট স্পেশালিস্ট ফেসবুক ব্যবহারকারীকে বাংলাদেশ বিষয়ে নানান রকম সহযোগিতা করবেন। প্রয়োজনে দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক মার্কেটের জন্যও সহযোগিতা করতে হবে।

আবেদনকারীকে মাস্টার্স ডিগ্রিধারী ও পাঁচ বছরের কাজের অভিজ্ঞ হতে হবে। এছাড়া ডাটা অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশনে দক্ষ হতে হবে। প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে পারদর্শী হতে হবে। নিয়োগপ্রাপ্তের কর্মস্থল হবে সিঙ্গাপুরে ফেসবুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কার্যালয়।

যেভাবে আবেদন করবেন:
পদটিতে আবেদন করতে ফেসবুকের নির্দিষ্ট পেজে গিয়ে ফরম পূরণ করতে হবে। পেজটিতে যেতে চাইলে এখানে ক্লিক করুন।

Trending

Exit mobile version