eCommerce

পদত্যাগ করলেন অ্যামাজন প্রধান জেফ বেজোস

Published

on

নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের অন্যতম বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোস। আজ আনুষ্ঠানিকভাবে তিনি অব্যাহতি গ্রহণ করছেন।

২৭ বছর আগে ১৯৯৪ সালের ৫ জুলাই অ্যামাজনের প্রতিষ্ঠা করেন বেজোস। তবে ৫৭ বছর বয়সী এই সাবেক প্রধান অ্যামাজনের কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবেন বলে জানা গেছে। এর পাশাপাশি মার্কিন এই বিজনেস ম্যাগনেট নতুন নতুন পণ্য ও সার্ভিস উদ্ভাবনেও কাজ করবেন।

এই দীর্ঘ সমোয়ে বেজোস নেতৃত্বের ক্ষেত্রে অনেক যুগান্তকারী উদাহরণের সৃষ্টি করেছেন। বেজোসের কাছে মুনাফা বা লাভ ছিল অনেক পরের বিষয়। তার মতে যদি কোনো প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে চায় তবে তাদের যেকোনো মূল্যে গ্রাহকদের সন্তুষ্ট রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version