Tech News

নতুন চমকে উইন্ডোজ 10

Published

on

কিছুদিন আগে সফটওয়্যার সংস্থা মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ 10 ইউজারদের জন্যে সিকিউরিটি আপডেট নিতে বাধ্য না করে ইউজারের সুবিধামতো সময়ে আপডেট নেওয়ার সুযোগ দেবে। আপডেট নেওয়ার পর বাধ্যতামূলকভাবে কম্পিউটার পুনরায় চালু করতে হয়, সম্প্রতি উইন্ডোজ 10 ইউজারদের এমন অভিযোগের ভিত্তিতে এ সুবিধাচালু করলো মাইক্রোসফট।

সংস্থাটি এক ব্লগ পোস্টে জানিয়েছে, উইন্ডোজ 10 ইউজাররা সিকিউরিটি আপডেট নোটিফিকেশন পাওয়ার তিন দিনের মধ্যে নিজেই নির্ধারণ করে দিতে পারবেন কখন আপডেট করতে চান। তবে নির্ধারিত সময় পুনরায় পরিবর্তনেরও সুযোগ রয়েছে।

মাইক্রোসফটের এক প্রোগ্রাম ডিরেক্টর জন কেবল বলেন, উইন্ডোজের এই পরিবর্তন ‘ক্রিয়েটরস আপডেট’ নামে এক প্রকল্পের অংশ, যা জোরপূর্বক রিবুট নিয়ে ইউজারদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আনা হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, দেরিতে সিকিউরিটি আপডেট ঝুঁকিপূর্ণ হতে পারে। বিডিপত্র/আমিরুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version