Highlights

নতুন আইফোনের তথ্য ফাঁস হওয়ায় ক্ষুদ্ধ অ্যাপল

Published

on

নিউজ ডেস্ক:
আপকামিং আইফোনের তথ্য ফাঁস হওয়ায় ক্ষুদ্ধ হয়েছে অ্যাপল। এই তথ্য ফাঁস করেছে চীনের একটি ওয়েবসাইট। ওই ওয়েবসাইটকে ভর্ৎসনা করেছে টেক জায়ান্ট অ্যাপল।

সম্প্রতি চীনের ‘কাং’ নামের একটি প্রতিষ্ঠান আইফোনের আসন্ন ফোনের বিষয়ে বেশ কিছু তথ্য ও ছবি প্রকাশ করে। এই খবরে বিরক্ত অ্যাপল। তাই তাদের বরাবর উকিল নোটিশও পাঠানো হয়েছে।

গত সপ্তাহে, টিপস্টার একটি নোটিশ পোস্ট করেছিল যেখানে বলা হয় চীনা সোশাল মিডিয়া সাইট উইবোতে প্রকাশিত হয়েছে।

অ্যাপলট্র্যাকের একটি বিখ্যাত টিপস্টার কাং-এর এই কাজে ক্ষুদ্ধ টেক জায়ান্ট সংস্থা।

সংস্থার চিঠিতে দাবি করা হয়েছে যে এই চীনা মিডিয়া সাইট এমন তথ্য প্রকাশ করবে যা গ্রাহকদের জন্য সম্ভবত বিপজ্জনক হতে পারে। অ্যাপলের নতুন ফোন লঞ্চের আগে এই তথ্য সামনে এলে সমস্যা বাড়বে তাঁদের, এমনটাই জানান হয়।

আইনী বিজ্ঞপ্তিতে তারা উইবোর স্ক্রিনশটগুলোর কথাও উল্লেখ করে। এও বলা হয় যে এর আগেও এই কাজ করেছিল ওই সাইটটি। লঞ্চের আগে চারটি আইফোন ১২ মডেল সম্পর্কিত ছবি দাম, রঙ এবং পরিকল্পিত মুক্তির তারিখগুলি প্রকাশ করে দেওয়া হয়েছিল আগে থেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version