Tech Express
techexpress.com.bd

দুই ক্যামেরাওয়ালা স্মার্টওয়াচ আনার পরিকল্পনা করেছে ফেইসবুক

নিউজ ডেস্ক:
দুই ক্যামেরার স্মার্টওয়াচ আনার পরিকল্পনা করেছে ফেইসবুক। ধারণা করা হচ্ছে স্মার্টওয়াচটির দাম পড়বে চারশ’ ডলার। ছবি তোলা ও ভিডিও ধারণের সময় চাইলে স্টেইনলেন স্টিলের ফ্রেম থেকে খুলে নেওয়া যাবে পর্দা।

স্মার্টওয়াচে তোলা ছবি ও ধারণ করা ভিডিও ফেইসবুক পরিবারের অ্যাপে শেয়ার করা যাবে। ফেইসবুক ২০২২ সালের গ্রীষ্মেই নিয়ে আসতে চাইছে স্মার্টওয়াচটির প্রথম সংস্করণ। বর্তমানে প্রতিষ্ঠানটি ওই স্মার্টওয়াচের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্ম নিয়েও কাজ করছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

পর্দার সামনের ক্যামেরা প্রাথমিকভাবে ১০৮০পি রেজুলিউশনে ভিডিও কল করার সুবিধা দেবে ব্যবহারকারীদের। অন্যদিকে, স্টেইনলেস স্টিলের ফ্রেম থেকে পর্দা খুলে নেওয়ার পর এর পেছনের অংশে থাকা অটো-ফোকাস ক্ষমতার ক্যামেরা ব্যবহারকারীকে ভিডিও ধারণ করতে দেবে।

ক্যামেরা অন্য উপাদানেও জুড়ে দিতে চাইছে ফেইসবুক। এজন্য ব্যাকপ্যাক ও অন্যান্য সহায়ক উপকরণ বানাতে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে সম্প্রতি জানিয়েছে সংশ্লিষ্ট দুই সূত্র। ফেইসবুকের অনুমতি না থাকায় পরিচয় গোপন রেখেছে দুই জনই।

ধারণা করা হচ্ছে, সাদা, কালো এবং সোনালী এই তিন রংয়ে আসবে ফেইসবুকের স্মার্টওয়াচ।

Leave A Reply

Your email address will not be published.