Tech Express - টেক এক্সপ্রেস
tampo

ট্রাম্পের ফেসবুক পোস্ট ডিলিট করলো কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক, টেক এক্সপ্রেস:
কোভিড-১৯ নিয়ে ভুল তথ্য পোস্ট করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও সরিয়েছে ফেইসবুক।

বুধবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অধিকাংশ শিশু করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারে। বয়স্কদের চেয়ে তাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো। তথ্যটি পুরোপুরি সঠিক না হওয়ায় নীতিমালা লঙ্ঘনের দায় ভিডিওটি ডিলিট করেছে ফেইসবুক।

ট্রাম্প একই ভিডিও টুইটারে পোস্ট করলে সেখান থেকেও ডিলিট করা হয়। গবেষকদের মতে, শিশুরাও কোভিড-১৯ এ আক্রান্ত হতে পারে এবং রোগটি ছড়াতে পারে। অনেক সময় তাদের কোনো উপসর্গ না থাকায় রোগটি শনাক্ত হয় না।

এরআগে ট্রাম্পের পোস্টে ফেইসবুক ফ্যাক্ট চেকিং লেভেল বসালেও পোস্ট ডিলিটের ঘটনা এটাই প্রথম।

গত জুনে ট্রাম্পের বিদ্বেষমূলক পোস্ট না সরানোতে ফেইসবুকের বিরুদ্ধে #StopHateforProfit ক্যাম্পেইন শুরু হয়। এই ক্যাম্পেইনে যোগ দিয়ে ফেইসবুকে ডিজিটাল বিজ্ঞাপনের প্রচার বন্ধ করে বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডসহ ৬০০ কোম্পানি। এ ঘটনায় ফেইসবুকের মূলধন কমে যায়।

webadmin

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.