Social Media

টুইটারের বিরুদ্ধে জরিমানার সুপারিশ এফটিসির

Published

on

নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) অভিযোগ করেছে, মাইক্রোবগ্লিং সাইট টুইটার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যকে ভুলভাবে ব্যবহার করছে। এজন্য গঠিত তদন্ত কমিটি প্রতিষ্ঠানটির জরিমার সুপারিশ করেছে। খবর সিএনএন এর।

টুইটারের বিরুদ্ধে অভিযোগ, নির্দিষ্ট বিজ্ঞাপন প্রচারের কাজে টুইটার ব্যবহারকারীদের মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা ব্যবহার করা হয়েছে।

এফটিসি বলছে, ‘টুইটার ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিজেদের ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করছে বিজ্ঞাপন প্রচারের কাজে।’ অভিযোগ প্রমাণিত হলে ১৫০ মিলিয়ন ডলার থেকে ২৫০ মিলিয়ন ডলারের মধ্যে জরিমান হতে পারে।

অন্যদিকে নিজেদের বিরুদ্ধে এই অভিযোগ একপ্রকার স্বীকার করে নিয়ে টুইটার বলেছে, এটা তাদের অসাবধানতাবশত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version