Tech Express
techexpress.com.bd

টিভি চ্যানেল নিয়ে আসছে নেটফ্লিক্স

নিউজ ডেস্ক:
মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্স স্ট্রিমিং সেবার পাশাপাশি টিভি চ্যানেল চালু করতে যাচ্ছে। প্রথমে ফ্রান্সে পরীক্ষামূলকভাবে ‘ডিরেক্ট’ নামে চালু হচ্ছে নেটফ্লিক্সের এই টিভি চ্যানেল।

মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটি ও টাইমস অব ইন্ডিয়ার খবর, ফ্রান্সে টিভির দর্শকসংখ্যা প্রচুর। তাই বর্তমানে পরীক্ষামূলকভাবে ফ্রান্সের নির্দিষ্ট কিছু এলাকায় সম্প্রচার চালাবে ‘ডিরেক্ট’ টিভি। প্রথমে একটি নির্দিষ্ট সময়ে টিভি সিরিজ ও সিনেমা দেখাবে এই টিভি। এ ছাড়া ডিসেম্বরে ফ্রান্সে সম্প্রচার-এলাকা বাড়তে পারে বলে জানা গেছে।

এদিকে, নেটফ্লিক্স এক বিবৃতিতেও ফ্রান্সে টিভি চ্যানেল চালুর কথা নিশ্চিত করেছে। চলতি বছরের জানুয়ারিতে ফ্রান্সে অফিস খুলে বিনিয়োগ বৃদ্ধির কথা জানিয়েছিল নেটফ্লিক্স।

বর্তমানে বিনোদনের সবচেয়ে বড় আর জনপ্রিয় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। বিশ্বজুড়ে প্রায় ১৯ কোটি ৩০ লাখ গ্রাহক নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিয়মিত এই অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইট থেকে সিনেমা বা ওয়েব সিরিজ দেখেন।

Leave A Reply

Your email address will not be published.