Tech Express
techexpress.com.bd

টিকটকের নতুন প্রধান নির্বাহী শাও জি চিউ

নিউজ ডেস্ক:
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন শাও জি চিউ। এর আগে তিনি প্রায় ৮ মাস অস্থায়ীভাবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। টিকটকের মূল প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এরআগে বাইটড্যান্সের প্রধান আর্থিক কর্মকর্তা ছিলেন শাও জি চিউ। টিকটকে প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করলেও তিনি বাইটড্যান্সের প্রধান আর্থিক কর্মকর্তার দায়িত্বও পালন করবেন।

বাইটড্যান্স এক বিবৃতিতে জানিয়েছে, প্রযুক্তিখাতে শাও দশক ধরে কাজ করেছেন। তার নিয়োগে টিকটক আরও শক্তিশালী হবে এবং তিনি কর্পোরেট প্রশাসন এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে কাজ করবেন।

গত বছর টিকটকের প্রধান নির্বাহী কেভিন মেয়ারের পদত্যাগের পর প্রতিষ্ঠানটির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর দায়িত্ব নেন ভ্যানেসা পাপ্পাস। তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তার ভূমিকায় থাকবেন।

Leave A Reply

Your email address will not be published.