Tech News

গ্রামীণফোনকে শোকজ নোটিশ

Published

on

নিউজবিডি ডেস্ক:
গ্রামীণফোনকে শোকজ নোটিশ দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এবং ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিটিআরবি এবং এনবিআর থেকে পাঠানো শোকজ নোটিশ গত ৫ সেপ্টেম্বর গ্রহণ করেছে গ্রামীণফোন। নোটিশে বলা হয়েছে গ্রামীণফোনের কাছে বিটিআরসি ৮ হাজার ৪৯৪ কোটি ১ লাখ টাকা এবং এনআরবি ৪ হাজার ৮৫ কোটি ৯৪ লাখ টাকা পাবে। আগামী ৩০ দিনের মধ্যে গ্রামীণফোনকে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। তা না হলে গ্রামীণফোনের টুজির রিনিউ লাইসেন্স এবং থ্রিজি লাইসেন্সের কানেকশন বাতিল করা হবে।

তবে গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়েছে, বিটিআরসি এবং এনআরবির দেয়া শোকজ নোটিশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কোম্পানিটি।

Trending

Exit mobile version