Tech News

গোলাপ গাছ দিয়ে বৈদ্যুতিক সার্কিট তৈরি সম্ভব

Published

on

বাগানের গোলাপ ফুল এখন শুধু সৌন্দর্যের প্রতীক বলা যাবে না। কেননা, এর গাছের মধ্যে বৈদ্যুতিক সার্কিট তৈরি সম্ভব-এমনটাই করে দেখিয়েছেন সুইডেনের লিংকপিং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকেরা বাগানের একটি গোলাপ গাছ কেটে এনে বিদ্যুৎ পরিবাহী দ্রবণীয় পলিমারযুক্ত পানির একটি পাত্রে বসিয়ে দেন। গাছটি যখন পানি শোষণ করে তখন বিদ্যুৎ পরিবাহী ও উপাদানগুলোও গাছ শোষণ করে নিজের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে নেয়। ফুলের রং যে প্রক্রিয়ার মাধ্যমে ফুটে উঠেছে এটি সেই একই রকম প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়।

সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে এই গবেষণা সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে। নিবন্ধের প্রধান লেখক ম্যাগনাস বারগ্রেন বলেন, গোলাপ গাছটির ভেতর পলিমারের দ্রবণগুলো গাছের আয়নের সঙ্গে মিলে স্বয়ংক্রিয়ভাবে একটি তার তৈরি করে ফেলে যা দিয়ে একটি বৈদ্যুতিক সার্কিট তৈরি করে ফেলা যায়।

এই প্রক্রিয়ার উত্পাদিত সবকিছুই প্রাকৃতিক এবং এক্ষেত্রে গাছের নিজস্ব অনন্য পদ্ধতিটিই ব্যবহার করা হয় বলে দাবি করেছেন বারগ্রেন।

আলোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এই উদ্ভাবন শক্তি আহরণের একটি পথ খুলে দেবে বলে মনে করছেন গবেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version