Tech News

গুগল-ফেসবুকে ফ্রান্সের করারোপের ঘোষণায় ট্রাম্পের পাল্টা হুমকি

Published

on

আন্তর্জাতিক ডেস্ক:
গুগল-ফেসবুকের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানের ওপর কর আরোপের ঘোষণায় ফ্রান্সের ওপর পাল্টা কর আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার এক টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর শুল্ক আরোপের ঘোষণা ‘বোকামি’ ছাড়া কিছুই নয়। তখনই উল্টো ফ্রান্স থেকে আসা ওয়াইনসহ অ্যালকোহলসমৃদ্ধ পণ্যের ওপর কর ধার্যের হুমকি দেন তিনি।

ফ্রান্সের দাবি, গুগল-ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলো ফরাসি না হওয়ায় বছরের পর বছর ধরে কর্পোরেট কর ফাঁকি দিয়ে চলেছে।

তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, ফ্রান্স কেবল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে উদ্দেশ্য করেই অন্যায়ভাবে তাদের নতুন শুল্ক নীতি সাজিয়েছে।

টুইটে ট্রাম্প বলেন, ‘ফ্রান্স আমাদের খ্যাতনামা আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ডিজিটাল কর আরোপ করেছে। এদেরকে যদি কেউ কর দিতে বলার অধিকার রাখে, সেটি হলো তাদের নিজেদের দেশ, যুক্তরাষ্ট্র।’

‘আমরা শিগগিরই মাক্রোঁর এই বোকামির জবাবে একটি বাস্তবসম্মত পাল্টা পদক্ষেপ ঘোষণা করব। আমি সবসময়ই বলে এসেছি, আমেরিকান ওয়াইন ফরাসি ওয়াইনের চেয়ে অনেক ভালো,’ বলেন তিনি।

Trending

Exit mobile version