Tech News

গুগলের ডুডলে পহেলা বৈশাখ

Published

on

অনলাইন ডেস্ক:
বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে সার্চ ইঞ্জিন গুগল নতুন ডুডল প্রকাশ করেছে। হোমপেজে নিজেদের সাধারণ লোগোর পরিবর্তে রঙিন বাঘের ছবি দিয়েছে গুগল।

পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রায় যে বাঘের প্রতিকৃতি তৈরি করা হয় তারই অ্যানিমেটেড রূপ সার্চ বারটির ওপরে দেখানো হচ্ছে।

ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত বিভিন্ন পশুর মধ্যে বাংলাদেশের জাতীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতিকে তুলে ধরা হয়েছে এখানে।

লাল, সাদা, হলুদ, কালো রঙে আঁকা ওই বাঘটি বাঁশের মাথায় তুলে ধরেছেন শোভাযাত্রায় অংশ নেয়া মানুষেরা।

বাঘের মাথা থেকে লেজ পর্যন্ত বিশেষ কায়দায় গুগল শব্দটি লেখা হয়েছে। হাসিখুশি বাঘ আর উৎসবমুখর জনতা মিলে বাংলা নববর্ষের আনন্দ ফুটে উঠেছে ডুডলটিতে। তবে গুগলের ম্যাপ অনুযায়ী নববর্ষের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাবে।

Trending

Exit mobile version