Tech News

ক্রোমে যোগ হচ্ছে ছবি থেকে কিউআর কোড জেনারেটর ফিচার

Published

on

নিউজ ডেস্ক:
ক্রোমে যুক্ত হচ্ছে ছবি থেকে কিউআর কোড জেনারেটর ও শেয়ারের ফিচার। বর্তমানে পরীক্ষামূলকভাবে ক্রোম ৮৬ ক্যানারিতে যোগ করা হয়েছে এই ফিচারটি। যা যেকোনো ওয়েব পেজের ছবিকে কিউআর কোডে রুপান্তর করবে। খবর টেকডোজের।

এরআগে ক্রোম থেকে স্মার্টফোনে কিউআর কোডের মাধ্যমে পেইজ শেয়ার করার পদ্ধতিও যোগ করেছিল গুগল।

কম্পিউটার ব্রাউজারে পেইজের কিউআর কোড রুপান্তরের পদ্ধতি :

যে পেজটির কিউআর কোডে রুপান্তিরিত করতে চান সেই পেজটি ওপেন করুন। এরপর মাউসের ডান বাটনে ক্লিক করে “Create QR Code for this page” অপশনে ক্লিক করলেই কিউআর কোডটি তৈরি হয়ে যাবে ব্যবহারের জন্য। যা স্ক্যান করলেই কিউআর কোড করা পেইজটি গ্রাহকের যেকোন স্মার্টফোনের ডিফল্ট ব্রাউজারে পেইজটি খুলে যাবে।

উল্লেখ্য যদি মাউসের ডান বাটনে ক্লিক করে “Create QR Code for this page” অপশনটি না আসে তবে ক্রোমের ফ্লাগ ওপেন করে (chrome://flags) সেখান থেকে কিউআর অপশনটি এনাবল করে দিতে হবে।

ক্রোমের নুতন আপডেটে (ক্রোম ৮৬) ছবি থেকে কিউআর কোড একই ভাবে জেনারেট করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version