Gadgets

করোনার দ্বিতীয় ঢেউ: ব্যাহত হতে পারে স্মার্টফোন বাজার পুনরুদ্ধার

Published

on

নিউজ ডেস্ক:
করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে ভারতের অর্থনীতিকে বিপর্যস্ত করছে, তাতে স্মার্টফোন বাজারের পুনরুদ্ধার ব্যাহত হবে।

মার্চে শেষ হওয়া প্রথম প্রান্তিকে ৩ কোটি ৮০ লাখ ইউনিট বিক্রির রেকর্ড হলেও সামনের দিনগুলোতে ততটা আশাবাদী চিত্র দেখা যাচ্ছে না। কাউন্টারপয়েন্ট রিসার্চের উপাত্তে এমনই শঙ্কার কথা উঠে এসেছে। খবর ইটি টেলিকম।

জানুয়ারি-মার্চ প্রান্তিকে অন্য যেকোনো প্রথম প্রান্তিকের চেয়ে ভারতের বাজারে সর্বোচ্চ স্মার্টফোন বিক্রি হয়েছিল। ২৬ শতাংশ বাজার শেয়ার নিয়ে নেতৃত্বে ছিল শাওমি। অন্যদিকে প্রিমিয়াম ব্র্যান্ডের বাজারে (৩০ হাজার রুপির বেশি) নেতৃত্বে ছিল অ্যাপল, এতে যাদের বাজার শেয়ার ৪৮ শতাংশ। এ নিয়ে টানা দুই প্রান্তিকে ১০ লাখের বেশি স্মার্টফোন বিক্রি করল অ্যাপল।

চলতি প্রান্তিকে ভারতে স্মার্টফোনের চালান ৫০ লাখেরও বেশি কমবে, এরই মধ্যে পূর্বাভাস দিয়ে দিয়েছে কাউন্টারপয়েন্ট রিসার্চ। প্রথম প্রান্তিকে চীনা ব্র্যান্ডগুলো ৭৫ শতাংশ বাজার শেয়ারের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছিল। ২৬ শতাংশ নিয়ে শীর্ষে ছিল শাওমি। তার পরই রয়েছে স্যামসাং (২০%), ভিভো (১৬%), রিয়েলমি (১১%) ও অপো (১১%)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version