Gaming

করোনাকালে খরচ বাড়িয়েছে গেমাররা

Published

on

নিজস্ব প্রতিবদেক:
করোনা ভাইরাসের এই গৃহবন্দী সময়টাকে কাজে লাগাতে অন্য যেকোনো বছরের তুলনায় বেশি পরিমাণে অনলাইন বা অফলাইন গেম খেলছে মানুষ। ফলে বেড়ে গেছে গেমের পেছনে তাদের খরচ।

জানা গেছে, এ বছর বছর সম্মিলিতভাবে ১২০ কোটি ডলার ব্যয় করেছেন মার্কিন গেমাররা। এর আগে ২০০৯ সালে ১৩০ কোটি ডলার খরচ করার রেকর্ড আছে গেইমারদের। এবার সেই রেকর্ড ভাঙবে বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে ১ হাজার গেইমারের উপর জরিপ চালিয়ে জানা গেছে, প্রতি ৪ জনে ১ জন মার্চের পর গেইমিংয়ের পেছনে খরচ বাড়িয়েছেন। জরিপে অংশগ্রহণকারীর মধ্যে ২৮ শতাংশ জানিয়েছেন, ডিজিটাল ভিডিও গেইমের পেছনে খরচ করেছেন। ইন অ্যাপ পার্চেসের জন্য খরচ করেছেন ২৬ শতাংশ গেইমার।

গেইমাররা সবচেয়ে বেশি ব্যয় করেছেন ভিডিও গেইম হার্ডওয়্যার, সফটওয়্যার, অ্যাক্সেসরিজ ও গেইম কার্ডের পেছনে। গত বছরের বছরের তুলনায় ব্যয় বেড়েছে ২৬ শতাংশ বেশি।লকডাউনে গেইম খেলার জন্য অনেকে গেইমিং কনসোল কিনতে আগ্রহী হচ্ছেন।

ফলে এপ্রিলেই নিন্টেন্ডো সুইচ কনসোলের স্টক শেষ হয়ে যায়। রিস্টক করা পর্যন্ত গেইমারদেরকে ধৈর্য্য ধারণের অনুরোধ জানিয়েছে কনসোল নির্মাতা কোম্পানি নিন্টেন্ডো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version