Telecom

এমএফএস প্ল্যাটফর্মে এয়ারটেলের অফার

Published

on

নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস:
বিকাশ, নগদ, রকেটের মতো প্রথম সারির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে সব ধরনের অফার প্রদান করছে বন্ধুদের ১ নম্বর নেটওয়ার্ক এয়ারটেল।

এখন থেকে নিয়মিত মোবাইল রিচার্জ ছাড়াও এমএফএস প্ল্যাটফর্ম ব্যবহার করে সব ধরনের অফার উপভোগ করতে পারবেন এয়ারটেলের গ্রাহকরা।

চলমান করোনা মহামারিতে বন্ধুরা যেন ঘরে বসেই সবসময় যোগাযোগ করতে পারেন এজন্য সময়োপযোগী সেবাটি এনেছে এয়ারটেল।

উদাহরণস্বরূপ এয়ারটেল গ্রাহকরা বিকাশ, নাগদ বা রকেট থেকে ৪২ টাকা রিচার্জ করে ১৪ দিনের মেয়াদসহ ৪৮ পয়সা প্রতি মিনিটের কলরেট উপভোগ করতে পারবেন। এয়ারটেলের সকল প্রিপেইড গ্রাহকদের ক্ষেত্রে সেবাটি প্রযোজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version