Tech News

এবার বিদ্যুৎ উৎপন্ন হবে মাছের আঁশ থেকে!

Published

on

অনলাইন ডেস্ক: সাধারণত ফেলেই দেওয়া হয় মাছের আঁশ। কিন্তু এবার বোধহয় তা মহার্ঘ হয়ে উঠল। কেননা এই মাছের আঁশ থেকেই বিদ্যুৎ উৎপাদন করে তাক লাগালেন যাদবপুরের বিজ্ঞানীরা।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তৈরি করে ফেলেছেন ‘বায়োডিগ্রেডেবল এনার্জি হারভেস্টর’। যেখানে মাছের আঁশ থেকেই বিদ্যুৎ উৎপাদন সম্ভব। মাছের আঁশে থাকে প্রচুর পরিমাণে কোলাজেন ফাইবার বা তন্তু থাকে। এই কোলাজেন তন্তুর বিশেষ গুণ আছে। বাহ্যিক চাপ প্রয়োগের ফলে তাতে ইলেকট্রিক চার্জ দেখা দেয়। এই ধর্মকে কাজে লাগিয়েই বায়ো-পিজোইলেকট্রিক ন্যানোজেনারেটর তৈরি করেছেন বিজ্ঞানীরা। এই ন্যানোজেনারেটরগুলি শারীরিক সঞ্চালনে যে মেকানিক্যাল শক্তি মেলে, তা থেকেই বিদ্যুৎ তৈরি করতে পারে। অর্থাৎ এই ধরনের ন্যানোজেনারেটারে যদি বারবার আঙুল ছোঁয়ানো যায়, তবে অন্তত ৫০টি ব্লু-এলইডি জ্বলতে পারে।
নতুন এই আবিষ্কার চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব আনতে পারে বলে ধারনা বিজ্ঞানীদের। পেসমেকার বদলে দেওয়া থেকে শুরু করে আরও বহু মেডিক্যাল ডিভাইসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই আবিষ্কার। সূত্র: সংবাদ প্রতিদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version